অনেক টাকার লোকসান হবে কিন্তু আমার সত্যিই কিছু করার নেই: কনীনিকা
RBN Web Desk: জনপ্রিয় ধারাবাহিক অন্দরমহল-এ আর দেখা যাবে না কনীনিকা বন্দোপাধ্যায়কে। ডাক্তারের পরামর্শে এই ধারাবাহিকের কাজ ছাড়তে চলেছেন, এমনটাই জানালেন তিনি।
সংবাদমাধ্যমকে কনীনিকা বললেন, ব্যক্তিগত কিছু শারীরিক সমস্যার কারণে ডাক্তার তাকে অন্তত তিন মাস বিশ্রাম নিতে বলেছেন। টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করা খুবই পরিশ্রমের কাজ। শারীরিক অসুস্থতা নিয়ে সেটা করা সম্ভব নয়। তাই অন্দরমহল ছেড়ে দিচ্ছেন তিনি।
তৈরি হল না যে ঘরে বাইরে
একসময়ে ছোট পর্দায় দাপিয়ে কাজ করা এই অভিনেত্রীর অভিযোগ, প্রযোজনা সংস্থা থেকে রটানো হয়েছে তিনি অন্তঃসত্ত্বা এবং সেই জন্য এই ধারাবাহিকে আর অভিনয় করবেন না, যা একেবারেই সঠিক নয়। অন্দরমহলে এই মুহূর্তে তার চরিত্রটি অন্তঃসত্ত্বার। তাই ব্যাপারটা রটেছে আরও বেশি।
গান শেষ আর জান শেষ তো একই কথা রাজামশাই
কনীনিকা জানালেন, ডাক্তার তাকে গাড়িতে যাতায়াত করতে বারণ করেছেন। তার বাড়ি থেকে স্টুডিও অনেকটাই দূর। তিনি প্রযোজনা সংস্থাকে এই সমস্যার কথা জানিয়েছিলেন কিন্তু তারা এই বিষয় আর কোনও যোগাযোগ করেননি। টানা বিশ্রাম দরকার বলেই ধারাবাহিকটি ছেড়ে দিচ্ছেন তিনি। কাজ ছেড়ে দিলে যদিও অনেক টাকার লোকসান হবে, কিন্তু তার সত্যিই কিছু করার নেই, বললেন কনীনিকা।
অন্দরমহল-এর অন্য এক অভিনেত্রী সম্প্রতি দাবী করেছেন যে ধারাবাহিকটি বন্ধ হয়ে যেতে পারে। তবে এ ব্যাপারে তিনি কিছু জানেন না, দাবী কনীনিকার।