জিতের বিপরীতে এলেন টোটা, কোন ভূমিকায় থাকবেন?

RBN News Desk: স্বাধীনতা পরবর্তী সময়ের এক তুখোড় পুলিশ আধিকারিক দুর্গা রায়ের ভূমিকায় দেখা যেতে চলেছে অভিনেতা টোটা রায়চৌধুরীকে (Tota Roy Choudhury)। বিপ্লবী অনন্ত সিংহকে নিয়ে পরিচালক পথিকৃৎ বসুর আগামী ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ (Keu Bole Biplobi, Keu Bole Dakat) ছবিতে জিতের (Jeet) প্রতিপক্ষের ভূমিকায় থাকবেন তিনি।

কাহিনীর পটভূমিকা ১৯৬০ সালের। অনন্তকে আপাতদৃষ্টিতে ডাকাত বলে মনে হলেও, সে ধনীদের থেকে অর্থ লুট করে গরিবের মধ্যে বিলিয়ে দেয়। সত্যিই কি সে ডাকাত নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে? ব্যাঙ্ক ডাকাতি করতেও পিছপা হয় না অনন্ত। অথচ  স্বাধীনতার আগে সে ছিল মাস্টারদা সূর্য সেনের প্রধান অনুগামী। চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের অন্যতম নায়ক ছিল অনন্ত। দুঁদে পুলিশ ইন্সপেক্টর দুর্গা রায়ের নেতৃত্বে সমগ্র পুলিশ বাহিনী মিলেও অনন্তকে কব্জা করতে পারে না। দুর্গা রায় কি কখনও বুঝবে অনন্তর আসল উদ্দেশ্য?

আরও পড়ুন: বাবা হচ্ছেন বিক্রম, একাই সামলাবেন মেয়েকে

ছবির টিমে টোটাকে স্বাগত জানিয়ে পথিকৃৎ বললেন, “ভক্ত হিসেবে বরাবরই আমি টোটাদাকে সম্পূর্ণ অ্যাকশন অবতারে দেখতে চেয়েছি। এই ছবিতে সেভাবেই দেখা যাবে তাঁকে। দুর্গা রায় চরিত্রটি অনন্ত সিংহের চিরশত্রু, কিন্তু ঠিক নেগেটিভ অর্থে নয়। বরং বিদ্রোহের বিপরীতে দাঁড়িয়ে থাকা এক সচেতন আইনরক্ষক বলা চলে তাকে। আমি নিশ্চিত জিৎদা আর টোটাদার মুখোমুখি সংঘর্ষ নিঃসন্দেহে এক দুর্দান্ত সিনেম্যাটিক অভিজ্ঞতা দেবে দর্শকদের।”

এর আগে বহু ছবিতে পুলিশ আধিকারিকের ভূমিকায় দেখা গিয়েছে টোটাকে। এ ছবিতে আবারও তিনি সেই চরিত্রে। তিনি জানালেন, “অভিনেতা হিসেবে চিত্রনাট্যকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিই। এক্ষেত্রে সেটার যথেষ্ট গভীরতা আছে বলে মনে হয়েছে আমার। দুর্গা রায়ের চরিত্রটা বহুস্তরবিশিষ্ট, যার মধ্যে রয়েছে বেশ কিছু সূক্ষ্মতা যেটা এই চরিত্রের বৈশিষ্ট্যও বটে। পথিকৃতের সঙ্গে প্রথমবার কাজ করব, সেটা অবশ্যই নতুন এক অভিজ্ঞতা দেবে। আর তাছাড়া জিতের সঙ্গে আমার এতদিনের বন্ধুত্ব, অথচ একসঙ্গে কাজ করার সুযোগ পাইনি এতদিন। সেটাও এই ছবির ক্ষেত্রে একটা বিশেষ ব্যাপার তো বটেই।”

আগামী বছর মুক্তি পাবে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *