বাংলায় পা রাখল জোশ, সঙ্গী এসভিএফ
কলকাতা: বাংলা ছবির অন্যতম প্রধান প্রযোজনা সংস্থা এসভিএফ-এর হাত ধরে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করল জোশ বাংলা অ্যাপ। আজ শহরে এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলায় একসঙ্গে কাজ শুরু করার কথা ঘোষণা করল এই দুই বিনোদন মাধ্যম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণু মোহতা, সুন্দর ভেঙ্কটরমন ও সমীর ভোরা। অতিথির আসনে ছিলেন প্রিয়াঙ্কা সরকার, ঋতব্রত মুখোপাধ্যায়, সন্দীপ্তা সেন, সৌরভ দাস, অনিন্দ্য চট্টোপাধ্যায়, ঐশ্বর্য সেন, রাজদীপ গুপ্ত, সৌপ্তিক চক্রবর্তী, জন ভট্টাচার্য, অলিভিয়া সরকার ও আরও অনেকে।
জনপ্রিয় শর্ট ভিডিও অ্যাপ হিসেবে সর্বভারতীয় ক্ষেত্রে পরিচিত নাম জোশ। বাংলায় নতুন কন্টেন্ট তৈরি ও তাকে জনসাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য পূর্বাঞ্চলের সবচেয়ে বড় ও জনপ্রিয়তম বিনোদন মাধ্যম এসভিএফ-এর সঙ্গে জোট বেঁধে এবার থেকে কাজ করবে জোশ। এখন থেকে বাংলা গান ব্যবহার করে জোশ-এর শর্ট ভিডিও তৈরি করা যাবে।
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
দুই বিনোদন মাধ্যমের একসঙ্গে পথ চলা নিয়ে এসভিএফ-এর তরফে বিষ্ণু জানালেন, “আমাদের সংস্থা ও জোশ-এর এই জোট পূর্বাঞ্চলের শর্ট ভিডিও কন্টেন্ট তৈরির সুবিধা ও সুযোগ আরও অনেক গুণ বাড়িয়ে দেবে।”
জোশ-এর তরফে সুন্দর জানালেন, “পূর্ব ভারতের বিনোদন জগৎকে এসভিএফ যেভাবে এগিয়ে নিয়ে চলেছে তার ফলে এই জোট নিয়ে আমরা খুবই আশাবাদী ও আনন্দিত। আঞ্চলিক প্রতিভাকে আমরা সবসময়েই উৎসাহ দিয়ে থাকি। এবার পূর্ব ভারত তথা বাংলার আঞ্চলিক শিল্পীদের নতুন ধরনের শর্ট ভিডিও কন্টেন্ট তৈরি করে জনপ্রিয়তা পাবার এক নতুন রাস্তা খুলে দেবে এসভিএফ ও জোশ।”
এসভিএফের অন্যতম কর্ণধার মহেন্দ্র সোনি জানিয়েছেন, “আমরা বিশ্বাস করি শর্ট ফরম্যাট ভিডিও আগামী দিনের বিনোদনের এক বিশেষ মাধ্যম হয়ে উঠতে চলেছে।” এসভিএফ ও জোশ-এর মেলবন্ধনে বাংলার বিভিন্ন মাধ্যমের শিল্পী ও প্রতিভার সঙ্গে বাংলা ইন্ডাস্ট্রি ও বাংলা গানের লাইব্রেরিও বিশেষভাবে লাভবান হবে বলে তিনি জানিয়েছেন।