সোনার কেল্লার কাছে বাঙালিও খুব স্পেশ্যাল: সব্যসাচী চৌধুরী
RBN Web Desk: সোনার কেল্লায় বেড়াতে গিয়েছেন আগেই। কিন্তু মাঝরাতে কেল্লার ছাতে দাঁড়িয়ে শট দেবেন এমনটা কখনও কল্পনাতেও আসেনি অভিনেতা সব্যসাচী চৌধুরীর (Sabyasachi Chowdhury)। সম্প্রতি মুক্তি পেয়েছে রিঙ্গো অর্ণব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ‘জয়সলমের জমজমাট’ (Jaisalmer Jomjomat) ওয়েব সিরিজ়টি। সেই সিরিজ়ের এক অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সব্যসাচী।
“সিরিজ়ে আমার চরিত্রের নাম নীলাঞ্জন। সে আর তার স্ত্রী ঋতু, মানে মেঘলা (দাশগুপ্ত), বেড়াতে যাচ্ছে রাজস্থানে, সোনার কেল্লা দেখতে। গল্প এগোনোর সঙ্গে-সঙ্গে আরও অনেক কিছু জানা যাবে চরিত্রটার সম্পর্কে,” বললেন সব্যসাচী।
আরও পড়ুন: সত্যিই সরে গেলেন নাকি প্রচারের গিমিক? উঠছে প্রশ্ন
নীলাঞ্জন কি গোয়েন্দা? এরকম চরিত্রে এর আগে দেখা যায়নি সব্যসাচীকে। আধ্যাত্মিক চরিত্র বামাখ্যপা এবং রামপ্রসাদ সেনের ভূমিকায় তাঁকে দেখতে অভ্যস্ত দর্শক।
“ঠিক গোয়েন্দা চরিত্র বলা চলে না যদিও”, বললেন তিনি, “তবে রহস্য অনুসন্ধানের সঙ্গে জড়িয়ে পড়তে হচ্ছে। সেটা কীভাবে হচ্ছে এখনই বলা ঠিক হবে না। সিরিজ় দেখলে বোঝা যাবে। আগে একেবারেই এরকম চরিত্রে অভিনয় করিনি তেমন নয়। তবে হ্যাঁ টেলিভিশনে আমাকে দর্শক আধ্যাত্মিক চরিত্রেই দেখে থাকেন। এই সিরিজ়ের সঙ্গে শুরু থেকেই জড়িয়ে থেকেছি। এটার চিত্রনাট্য আমার করা। ফলে এটা নিয়ে আলাদা রকমের ভালো লাগা আছেই।”
চরিত্র বাছাই নিয়ে সব্যসাচী জানালেন, “অন্য কিছু করতে অবশ্যই ভালো লাগে। টেলিভিশনে নিজেকে একটা গন্ডির মধ্যে বেঁধে রাখি আমি, সেটা সচেতনভাবেই। এর বাইরে অন্য জায়গায় সবরকমের চরিত্র করতেই ভালো লাগে।”
জয়সলমেরে শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে সব্যসাচী জানালেন, “এর আগেও জয়সলমের গিয়েছি আমি বাইক নিয়ে। কিন্তু কখনও ভাবতে পারিনি শীতের রাতে দুটোর সময় সোনার কেল্লার ছাতে দাঁড়িয়ে কোনওদিন আমাকে শট দিতে হবে। এটা একটা আলাদা অভিজ্ঞতা যেটা সারাজীবন মনে থাকবে। বেশ ভালো ঠান্ডা ছিল ওই সময়টায়। জয়সলমের কেল্লায় ১৬ দিন ধরে থাকা, মাঝরাত অবধি জেগে শট দেওয়া এগুলো সত্যি খুব স্পেশ্যাল অভিজ্ঞতা।”
আরও পড়ুন: কেমন আছে মুকুলের বাড়ি? ছবি তুলে আনলেন রিঙ্গো
বাঙালির আবেগের জায়গা সোনার কেল্লা, সেখানে একটা গোটা সিরিজ় শুট করার মতো সৌভাগ্য সকলের হয় না, এমনটাই মনে করেন তিনি। “বাঙালির কাছে যেমন সোনার কেল্লা স্পেশ্যাল, তেমনই সোনার কেল্লার কাছেও বাঙালি স্পেশ্যাল। কারণ একটা গোটা শহর বেঁচে রয়েছে বাঙালি ট্যুরিস্টদের মুখ চেয়ে। সত্যজিৎ রায়কে ওরা ভগবানের মতো ভক্তি করে” বললেন তিনি।
সোনার কেল্লা নিয়ে বাঙালির উচ্ছ্বাস কি এই সিরিজ়ের প্রতি দর্শককে আগ্রহী করবে, অভিনেতার কী মত?
“শুধু নস্টালজিয়ার কারণে দর্শক সিরিজ় দেখবেন এমনটা চাইবো না। এটা একটা দারুণ থ্রিলার গল্প, দর্শক সেই কারণে দেখুন। আমাদের আশা তারা হতাশ হবেন না” বললেন সব্যসাচী।