নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
৫. সামনে রাহুল দেব, নেপথ্যে জলি
এক সাক্ষাৎকারে জলি জানিয়েছেন যে কোরাস টিমে থাকাকালীন একবার একটি কনসার্টে রাহুল দেবের গলা খারাপ ছিল। কনসার্ট শুরুর আগে তিনি বুঝতে পারেন কোনওভাবেই আজ তিনি গান গাইতে পারবেন না। তখন টিমের কোরাস গায়ক জলিকে ডেকে পাঠান রাহুল। জলি ভাবেন গলার কোনও টোটকা সম্পর্কে জানতে হয়তো তাঁকে ডেকে পাঠিয়েছেন রাহুল। কিন্তু সেদিন রাহুলের প্রস্তাব শুনে হতবাক হয়ে যান জলি। রাহুল জানান, জলিকে স্টেজের পর্দার পিছনে দাঁড়িয়ে তাঁর গানগুলি গাইতে হবে, আর স্টেজে দাঁড়িয়ে লিপ দেবেন তিনি নিজে। আজকাল স্টেজে দাঁড়িয়ে আসল সাউন্ডট্র্যাকে বা আগে থেকে গেয়ে রাখা ট্র্যাকে ঠোঁট মেলান প্রায় সব শিল্পীরাই। সেই সময় এ জিনিস একেবারেই নতুন ছিল। প্রথমটায় ঘাবড়ে গেলেও পুরো অনুষ্ঠানটাই উৎরে গেছিল সুন্দরভাবে। দর্শকাশনে বসে থাকা কেউই সেদিন বুঝতে পারেননি স্টেজে দাঁড়িয়ে রাহুল যে গানগুলি গাইছেন সেগুলো আসলে জলির গাওয়া। হয়তো সেই ঘটনাকে স্মরণ করেই আজও জলি স্টেজে দাঁড়িয়ে নিজের গান ছাড়াও গেয়ে যান একের পর এক রাহুলের গাওয়া বিখ্যাত গান।