নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
৩. ক্রিকেটারের লিপে
১৯৯১ সালে মহেশ ভট্টের ছবি ‘সাথী’তে নাদিম-শ্রাবণের সুরে জলির গাওয়া ‘আজ হাম তুম ও সনম’ গানটিও যথেষ্ট জনপ্রিয়তা পায়। ছবিতে এই গানটি ছিল পাকিস্তানি ক্রিকেটার মহসিন খানের লিপে। এর পরের বছর আরও দুটি ছবিতে একটি করে একক গান পেয়েছিলেন জলি যার মধ্যে আজ়িজ় মির্জ়ার ‘রাজু বন গয়া জেন্টলম্যান’ ছবির ‘লাভেরিয়া হুয়া’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। তবু এতগুলি হিট গানের পরেও জলির জনপ্রিয়তা কোনও অজ্ঞাত কারণে বছরে একটি বা দুটি ছবিতে একটি করে গান গাওয়াতেই আটকে থাকে।
<—২. ও মেরি চাঁদনি | ৪. আরও হিট—>