গিরিশ ঘোষের ভূমিকায় মদন মিত্র
RBN Web Desk: বিখ্যাত নাট্যকার গিরিশ ঘোষের ভূমিকায় অভিনয় করতে চলেছেন মদন মিত্র। ইতিমধ্যেই তিনি অভিনয় করেছেন হরনাথ চক্রবর্তী পরিচালিত ‘ও লাভলি’ ছবিতে। এই ছবির দুই মুখ্য চরিত্রে রয়েছেন রাজনন্দিনী পাল ও শ্রীশ চট্টোপাধ্যায়। অন্যান্য চরিত্রে রয়েছেন খরাজ মুখোপাধ্যায় ও লাবণী সরকার।
সংবাদমাধ্যমকে মদন জানিয়েছেন যে গিরিশ ঘোষের চরিত্রের সবদিক ফুটিয়ে তোলার চেষ্টা করবেন তিনি। বাগবাজারে গিরিশ ঘোষের বাড়ি, বেলুড় মঠ ও দক্ষিণেশ্বরের মতো জায়গায় যাবেন বলে জানিয়েছেন মদন।
আরও পড়ুন: “আর ভালো লাগছে না”
ছবির নাম ও পরিচালক সম্পর্কে খোলসা করে কিছু বলতে চাননি কামারহাটির বিধায়ক। নটী বিনোদিনী ও রামকৃষ্ণ পরমহংসের চরিত্রে কারা থাকবেন তাও এখনও পর্যন্ত জানা যায়নি। আপাতত চিত্রনাট্য লেখার কাজ চলছে বলছে জানা গেছে।