ফিরছেন তুলসী, সঙ্গে থাকছেন কোন পুরোনোরা?

RBN News Desk: টেলিভিশনের ইতিহাসে একাধিক মাইলস্টোন সৃষ্টি করা ধারাবাহিক ‘কিউঁকি সাস ভি কভি বহু থি’ (Kyunki Saas Bhi Kabhi Bahu Thi) ফিরছে নতুন রূপে। একতা কাপুর (Ekta Kapoor) নির্মিত এই কালজয়ী সিরিজের দ্বিতীয় সিজনের শ্যুটিং কিছুদিন আগেই শুরু হয়েছে। মেগা ধারাবাহিকটির সম্প্রচার শুরু হতে চলেছে আর কিছুদিনের মধ্যেই।

প্রায় দুই দশক পর আবার একফ্রেমে ধরা দিতে চলেছেন স্মৃতি ইরানি (Smriti Irani) এবং অমর উপাধ্যায় (Amar Upadhyay)। তুলসীর চরিত্রে স্মৃতির অভিনয় সমাজের সর্বস্তরে জায়গা করে নিয়েছিল। মিহির চরিত্রে অমর যদিও পরবর্তীকালে আর কাজ করেননি, তবু এই চরিত্রের জন্য তাঁর জনপ্রিয়তা আজও অমলিন। সঙ্গে আগের মতোই থাকছেন হিতেন তেজওয়ানি, শক্তি আনন্দ, গৌরী প্রধান, শিল্পা সাকলানি, কমলিকা গুহঠাকুরতা, কেতকী দাভের মতো পরিচিত মুখ। রাজনৈতিক ব্যস্ততা সত্ত্বেও স্মৃতির উপস্থিতি রীতিমতো চমক দিয়েছে তাঁর সহকর্মীদের। শ্যুটিং ফ্লোর থেকে পুরোনো শিল্পীদের হাসিমাখা রিইউনিয়নের ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: ব্লকবাস্টারের দৌড়ে ‘সাইয়ারা’, বক্স অফিসে নজিরবিহীন সাফল্য

তবে পুরোনোরা ফিরছেন এ খবর যেমন আনন্দের তেমনই আছে কিছু মনখারাপের খবরও। নতুন গল্পে থাকছে না বহু প্রিয় চরিত্র। দর্শক-ভক্তদের দীর্ঘদিনের প্রিয় বিরানী পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য ‘বা’ অথবা ঠাকুমার চরিত্র, সুমিত সচদেব অভিনীত গৌতম বা গমজ়ির চরিত্র, জয়া ভট্টাচার্য অভিনীত পায়েল চরিত্র, আকাশদীপ সেহগাল অভিনীত অংশ চরিত্র এবং অপরা মেহতা অভিনীত সবিতার চরিত্র এবার থাকবে না। দর্শকদের একটা বড় অংশ এমন সিদ্ধান্তে হতাশ। অনেকে আশা করেছিলেন অন্তত ক্যামিও চরিত্রে দেখা মিলবে কয়েকজনের। তবে প্রযোজনা সংস্থার বক্তব্য, গল্প এগোবে নতুন প্রজন্ম ও সময়কে মাথায় রেখে। যদিও প্রথম সিজন চলাকালীন কয়েকটি চরিত্রের মৃত্যু ঘটার ফলে তাদের আবার ফিরে আসার সম্ভাবনা এমনিও ছিল না।

একতা জানিয়েছেন, ‘কিউঁকি ২’ হবে পুরনো অধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি একটি নতুন গল্প, যেখানে নস্টালজিয়া থাকবে, থাকবে ছক ভাঙা গল্পও। অর্থাৎ আগের সিজনের ধারা মেনেই পুরোনোরা যেমন থাকবেন ছোটদের পথ দেখানোর জন্য তেমনই নতুন প্রজন্ম দর্শকমনে নিজেদের জায়গা করে নেবে নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে। সব মিলিয়ে, ছোটপর্দায় ‘কিউঁকি’র প্রত্যাবর্তন শুধুই আরও একটি ধারাবাহিক হয়ে থাকবে না, একটা গোটা প্রজন্মের ফেলে আসা সময়ের আবেগঘন পুনরাবৃত্তি ঘটাবে বলে আশা করা যায়। ২৯ জুলাই থেকে পুরনো স্লটেই আবার দেখা যাবে ধারাবাহিকটি।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *