রাজনৈতিক দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকের প্রতিবাদ ‘ফিরে আয়’
RBN Web Desk: সমাজে প্রতিনিয়ত বেড়ে চলেছে রাজনৈতিক অপরাধ। যদিও অপরাধের নেপথ্যে যে সত্য থাকে, তা সাধারণ মানুষের সামনে আসে না। জনগণ যতই সংবাদমাধ্যমকে এর জন্য দায়ী করুক, আসলে এখনও বহু সাংবাদিক প্রকৃত সত্যকে সামনে আনতে আন্তরিক চেষ্টা চালিয়ে যান। এমনই এক সামাজিক সত্যকে বড় পর্দায় নিয়ে আসছেন পরিচালক অমিত দাশগুপ্ত ওরফে কেটু। ছবির নাম ‘ফিরে আয়।’ অভিনয়ে রয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী, অনামিকা সাহা, বোধিসত্ত্ব মজুমদার, সোমা চট্টোপাধ্যায়, ঋষ বিশ্বাস ও বিপ্লব।
ছবির গল্প তিন সাংবাদিক তিয়াসা, জিনিয়া ও আয়ুষকে নিয়ে। তিয়াসার জীবনের একমাত্র লক্ষ্য সঠিক সাংবাদিকতার মাধ্যমে প্রকৃত সত্যকে তুলে ধরা। তবে তার বন্ধু জিনিয়ার উদ্দেশ্য সাংবাদিক হিসেবে পরিচিতি লাভ করা এবং অর্থ উপার্জন। অন্যদিকে আয়ুষ তার স্বপ্নগুলোকে সত্যি করতে সাংবাদিকরূপে পথে নামে।
ওদিকে স্থানীয় নেত্রী ছায়া মিত্রের কুকীর্তি নিয়ে স্টিং অপারেশন করতে গিয়ে দিনের আলোয় খুন হয়ে যায় তিয়াসা। চারদিক থেকে তিয়াসা মৃত্যুর প্রতিবাদ উঠতে থাকে। বন্ধুর মৃত্যুতে ভেঙে পড়ে জিনিয়া। সে ঠিক করে অপরাধীদের শাস্তি দেবে। আয়ুষকে সে তার পরিকল্পনা জানায়। অন্যায়ের প্রতিবাদ করতে আয়ুষ কি জিনিয়ার পাশে দাঁড়াবে? এই সব নিয়েই ছবি ‘ফিরে আয়।’
আরও পড়ুন: মেরি-গো-রাউন্ডে ফেলুদা, বিভ্রান্ত দর্শক
কেটু জানালেন, “এই ছবিটা এক সাহসী রিপোর্টারের কাহিনী, যে মনে করে চাকরি করার অর্থ শুধুই টাকা রোজগার করা নয়, বরং সমাজের প্রতি তার কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে। বেশ কিছু মিডিয়া রাজনৈতিক দলের ভয়ে সঠিক খবর তুলে ধরতে পারে না। আমাদের এই বাস্তবধর্মী গল্পে একজন সাংবাদিক এর প্রতিবাদ করে, ফলস্বরূপ তাকে প্রাণ দিতে হয়। এখানে সিস্টেমের ভূমিকা কী বা সমাজের ওপর এই ঘটনার কেমন প্রতিক্রিয়া হয় জানতে হলে ছবিটা দেখতে হবে। আমার মনে হয় গল্পটা দর্শকদের ভালো লাগবে।”
ছবির কাহিনীকার পায়েল মজুমদার। ছবিতে সুর সংযোজন করেছেন ঋষ ও অমিত। সম্পাদনায় আছেন পি রাজু।
২ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ‘ফিরে আয়।’