সম্প্রীতির বার্তা নিয়ে ‘দোয়া’
RBN Web Desk: কিছু সম্পর্ক চিরন্তন। সেখানে জাতি, ধর্ম বা বর্ণ কখনও বাধার সৃষ্টি করে না। ঠিক যেমনভাবে বন্ধুত্ব বা ভ্রাতৃত্ব কখনও ভেদাভেদ দেখে না, তেমনই মায়ের মমতাও কোনও ধর্ম বা জাতের তোয়াক্কা করে না। এই অনুভূতিকে সামনে রেখেই তৈরি হয়েছে পরিচালক শান্তনু ভট্টাচার্যর স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘দোয়া’। ছবিতে অভিনয় করেছেন অনুরাধা মুখোপাধ্যায়, ঐতৃকা হাজরা ও অয়ন ভুঁইয়া। একটি বিশেষ ভূমিকায় রয়েছেন মীর আফসার আলি।
ছবির গল্প মহামায়াকে নিয়ে। আট বছরের নাসিফার মা যখন অসুস্থ সেই সময় তার সঙ্গে মহামায়ার দেখা হয়। এক অপত্য স্নেহের বন্ধনে নাসিফার সঙ্গে জড়িয়ে যায় মহামায়া। এমনকি নিজের ছেলে ভুতুর সঙ্গেও নাসিফার কোনও পার্থক্য দেখে না সে। কিন্তু তারপর? প্রতিকূল পরিস্থিতিতে কী পরিণতি ঘটে সেই সম্পর্কের, সেই নিয়েই ছোট ছবি ‘দোয়া’।
আরও পড়ুন: সব প্রতিযোগীদের প্রশংসা করতে বলা হয়েছিল, বিস্ফোরক অমিত কুমার
ঈদ উপলক্ষে এই ছবির মাধ্যমে সম্প্রীতির বার্তা দিতে চেয়েছেন পরিচালক। গল্পটি তাঁরই লেখা। সহকারী পরিচালকের ভূমিকায় রয়েছেন বাবিন দাস। ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্বে আছেন প্রদ্যুৎ চট্টোপাধ্যায়। চিত্রগ্রহণে আদিত্য রাজ, সম্পাদনায় দুবে, পোশাক পরিকল্পনায় শিল্পা চৌধুরী।
১৩ মে মুক্তি পেয়েছে ‘দোয়া’।