₹২০০ কোটি ছুঁল ‘দৃশ্যম ২’
RBN Web Desk: মাত্র ২৩ দিনেই বক্স অফিসে ₹২০০ কোটির ব্যবসা করে ফেলল ‘দৃশ্যম ২’। এমনটাই দাবি করেছেন ছবিটির নির্মাতারা। একের পর এক বড় বাজেটের হিন্দি ছবি যখন বক্স অফিসে থুবড়ে পড়েছে, তখন একটি মালয়ালম ছবির হিন্দি সংস্করণের ব্যবসায়িক সাফল্য নিঃসন্দেহে অত্যন্ত আশাপ্রদ। অভিষেক পাঠক পরিচালিত এই ছবির মূখ্য চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন, অক্ষয় খন্না, টাবু, শ্রিয়া শরন ও ইশিতা দত্ত।
‘দৃশ্যম ২’-এর নির্মাতারা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, চতুর্থ সপ্তাহেও ছবিটি দারুণ ব্যবসা করছে। ইতিমধ্যেই দেশের বাজার থেকে ছবিটি প্রায় ₹২০৪ কোটি তুলে ফেলেছে বলে দাবি করেছেন তাঁরা।
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত অজয় দেবগন ও টাবু অভিনীত ‘দৃশ্যম’ ছবির সিক্যুয়েল ‘দৃশ্যম ২’। প্রথম ছবিটিও বিপুল জনপ্রিয়তা লাভ করে। মূল মালয়ালম ছবিটিতে অভিনয় করেছিলেন মোহনলাল বিশ্বনাথন ও মীনা দুরাইরাজ।