শুরুতেই সন্দেহ, কতটা আলো ছড়াবে আমিরের সিতারে?

RBN News Desk: কেউ বলছে অগ্রিম বুকিং আশাব্যঞ্জক, কেউ আবার বলছে তেমন আশাপ্রদ নয়, সপ্তাহান্তে ভিড় বাড়তে পারে। আমির খানের (Aamir Khan) ছবি ‘সিতারে জ়মিন পর’ (Sitaare Zameen Par) নিয়ে সংবাদ মাধ্যমের জল্পনা তুঙ্গে। আগামীকাল মুক্তি পাচ্ছে ছবিটি। কিন্তু এই মুহুর্তের বক্স অফিস ভবিষ্যতবাণী কী বলছে?

২০০৭ সালে মুক্তি পাওয়া ‘তারে জ়মিন পর’ (Taare Zameen Par) ছবির ধারণাকে সঙ্গী করে তৈরি করা হয়েছে আমিরের বর্তমান ছবিটি। সিক্যুয়েল না হলেও ছবিতে থাকছে বিশেষ চাহিদাসম্পন্ন ছেলেমেয়েদের নিয়ে গল্প ও বার্তা। সেই কারণেই প্রাথমিকভাবে ছবিটি দর্শকের আগ্রহের কারণ হয়েছিল। কিন্তু ছবির ট্রেলার মুক্তির পরেই জানা যায় ২০১৮ এ মুক্তি পাওয়া স্প্যানিশ ছবি ‘ক্যামপিওনেস’ (Campeones) এবং ২০২৩ এ মুক্তি পাওয়া হলিউড ছবি ‘চ্যাম্পিয়নস’ (Champions) এর কাহিনী নিয়েই তৈরি হয়েছে আমিরের বর্তমান ছবি। যদিও হলিউড ছবিটি স্প্যানিশ ছবির থেকেই অনুপ্রাণিত, তবু সেটির বিভিন্ন দৃশ্যের সঙ্গে আমিরের ছবির ট্রেলারের দৃশ্য মিলিয়ে সোশ্যাল মিডিয়াতে একপ্রকার ঝড় বয়ে যায়। পরে জানা যায় হলিউড ছবিটির মতো আমিরের ছবিও মূল স্প্যানিশ ছবি থেকে অনুপ্রাণিত।

আরও পড়ুন: রং বেরঙের স্বপ্নকে ফিরিয়ে দেবে ‘পক্ষীরাজের ডিম’

গত কয়েক বছরে আমিরের ছবির রিপোর্ট যথেষ্ট চিন্তার কারণ ঘটিয়েছে। এমনিতেই ঘন ঘন ছবি করেন না তিনি। তাঁর ‘ঠগস অফ হিন্দোস্তান’ ছবিটি ২০১৮য় মুক্তি পেয়ে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এরপর ২০২২ সালে ‘লাল সিং চাড্ডা’ও ভালো ফল করতে পারেনি। একসময় শোনা যায় আর অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন আমির। তবে আর এস প্রসন্নর (R.S. Prasanna) ‘সিতারে জ়মিন পর’ নিয়ে অনেকটা আশা রয়েছে অনুরাগীদের মনে। আশা রাখছেন আমিরও।

সম্প্রতি সিনে সমালোচক তরণ আদর্শ বলেছেন ছবিটির প্রমোশন আশানুরূপ নয়। কাজেই মানুষের মুখে মুখে যতটা ছড়ায় তার ওপরেই ছবির সাফল্য নির্ভর করছে। এক্ষেত্রে আমিরের জনপ্রিয়তাও ছবির ফলাফলের ক্ষেত্রে প্রভাব ফেলবে বলে মনে করেন তিনি। আপাতত ছবির অগ্রিম বুকিং মোটামুটি আশা জাগানোর মতোই। তবে ব্যক্তিগত জীবনে আমিরের সাম্প্রতিক ভাবমূর্তি এবং ছবি সম্পর্কে নানা নেতিবাচক প্রতিক্রিয়া ছবির ব্যবসার ক্ষেত্রে আদৌ প্রভাব ফেলবে কিনা সেটা সময় বলবে।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *