লিঙ্গ বৈষম্যের অপ্রিয় প্রশ্ন নিয়ে আসছে বাজল তোমার আলোর বেণু

RBN Web Desk: ধরাধামে মাতৃরূপে পূজিত হন দেবী দুর্গা। কিন্তু তাঁরই চক্ষুদানের সময় নারীর প্রবেশ নিষেধ। কেন এমন বৈষম্য? এরকমই আরও অনেক লিঙ্গ বৈষম্যের অপ্রিয় প্রশ্নের উত্তর খুঁজতে আসছে নতুন ধারাবাহিক বাজল তোমার আলোর বেণু ।

গল্প অনুযায়ী, বিখ্যাত মৃৎশিল্পী কালীকৃষ্ণ পালের মেয়ে মৃণ্ময়ী। কুমোরটুলির পটুয়াপাড়ায় বড় হয়ে ওঠা মৃণ্ময়ী জন্মের পর থেকে মা’কে দেখেনি। দুর্গা প্রতিমাকেই মা বলে জানে। কালীকৃষ্ণর সৃষ্ট প্রতিমা যায় দেশের বিভিন্ন শহরে এমনকি বিদেশেও। প্রতিবছরই অজস্র পুরস্কার পায় শিল্পকর্ম। এসব দেখে মৃণ্ময়ীরও ইচ্ছে হয় সে-ও একদিন প্রতিমা গড়ে তাক লাগিয়ে দেবে সবাইকে। বাবার কাছে শুরু হয় শিল্পের পাঠ। কালীকৃষ্ণ নিজের সবটুকু উজাড় করে দেন মেয়েকে। কিন্তু পুরুষশাসিত মৃৎশিল্পকর্মে পদে পদে আসে বাধা।

গান শেষ আর জান শেষ তো একই কথা রাজামশাই

এই ধারাবাহিকের ভাবনা ও সৃজনে সুদীপা চট্টোপাধ্যায়। পরিচালনায় অগ্নিদেব চট্টোপাধ্যায়। বেশ অনেক বছর পর আবার টেলিভিশনে ফিরছেন অগ্নিদেব।

সুদীপার কথায়, দেবী সবার। সেখানে লিঙ্গ বৈষম্য থাকা একেবারেই অনুচিত। অনেক মহিলাই এখন প্রতিমা গড়ছেন, পুরস্কারও পাচ্ছেন। কিন্তু প্রচারের আলোয় আসতে পারছেন কই? পুজোর যে কোনও কাজে মহিলাদের উল্লেখযোগ্য উপস্থিতি থাকলেও, দেবীমূর্তি প্রস্তুতি এবং আরও অনেক বিষয়ে তারা এখনও ব্রাত্য। এইসব প্রশ্নেরই উত্তর খুঁজবে বাজল তোমার আলোর বেণু, জানালেন সুদীপা।

যে মৃত্যু আজও রহস্য

মৃণ্ময়ী ও কালীকৃষ্ণর ভূমিকায় অভিনয় করেছেন যথাক্রমে শামৌপ্তি ও সঞ্জীব দাশগুপ্ত। অন্যান্য চরিত্রে রয়েছেন দেবলীনা দত্ত, কুশল চক্রবর্তী, অনুশ্রী দাস, ভাস্বর চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী ও আরও অনেকে।

২০ আগস্ট থেকে স্টার জলসার দেখা যাবে বাজল তোমার আলোর বেণু।

ছবি: এই সময়

Amazon Obhijaan

Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *