সিরিয়াল কিলিংয়ের অন্ধকারে উপন্যাসের প্লট সাজাবে ‘বিষাক্ত মানুষ’
RBN News Desk: একদিকে ব্যর্থ লেখকের হতাশা, অন্যদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সিরিয়াল কিলারের জীবনের অজানা অন্ধকার। এই দুই প্রেক্ষাপট নিয়ে আসছে সানি রায়ের পরিচালনায় মনস্তাত্ত্বিক থ্রিলার সিরিজ় ‘বিষাক্ত মানুষ’ (Bishakto Manush)।
কাহিনির কেন্দ্রীয় চরিত্র অগ্নিভ বসু, যিনি পরপর তিনটি উপন্যাসে ব্যর্থ হয়ে মানসিক টানাপোড়েনে ভুগছেন। জীবনের মোড় ঘোরানোর চেষ্টায় তিনি পরিচিত হন তৌফিক আসিফ নামের এক নেক্রোফিলিক সিরিয়াল কিলারের সঙ্গে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি তৌফিকের অন্ধকার অতীত কি অগ্নিভকে এনে দেবে তার আগামী উপন্যাসের কাঙ্খিত প্লট? একইসঙ্গে প্রকাশক-সহযোগী রুক্মিণীর সঙ্গে তার সম্পর্ক কোন পথে এগোবে, সেই উত্তরও মিলবে সিরিজ়ে।
এই সিরিজ়ে অভিনয় করেছেন সৌরভ দাস (Saurav Das), যুধাজিৎ সরকার (Judhajit Sarkar), রূপসা চ্যাটার্জি (Rupsa Chatterjee), শুভম, অনংশা বিশ্বাস, সুমনা দাস, রানা বসু ঠাকুর, জিনা তরফদার, পলাশ হক ও বিমল গিরি।
আরও পড়ুন: শার্লক হোমসকে বাঙালি প্রেক্ষাপটে এনে ফেলতে চাইনি: সায়ন্তন
তদন্তকারী পুলিশ আধিকারিকের চরিত্রে রয়েছেন যুধাজিৎ। তিনি জানালেন “চরিত্রের প্রতিটি খুঁটিনাটি, যেমন সানস্ক্রিন আসক্তি থেকে কথা বলার ধরণ, সবকিছুর জন্য আলাদাভাবে প্রস্তুতি নিতে হয়েছে। সহশিল্পীদের সকলের সঙ্গে কাজ করাটাই ছিল দারুণ এক অভিজ্ঞতা। আর সৌরভ (দাস) হলো এনার্জির আগুনগোলা!”
সানি জানালেন, “এটি আসলে মানসিক অস্থিরতার গল্প, যৌনতার নয়। আমরা চাইছিলাম কোনওরকম অতিরঞ্জন ছাড়াই সংযমী কিন্তু তীক্ষ্ণ উপস্থাপনা, যাতে বিকৃতির ভয়াবহতা ফুটে ওঠে। সিরিজ় দেখলে দর্শক পুরো ব্যাপারটা বুঝতে পারবেন।”
সিরিজ়ের গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও শান্তনু মুখোপাধ্যায়। চিত্রগ্রহণ করেছেন অনির। সঙ্গীত পরিচালনায় রয়েছেন দীপ্তার্ক বসু ও সানি। তাঁর সঙ্গেই গানের কথা লিখেছেন নীলাঞ্জন মন্ডল।
ক্লিক ডিজিট্যাল মাধ্যমে শীঘ্রই মুক্তি পেতে চলেছে ‘বিষাক্ত মানুষ’।
