এবার বাদল সরকারকে নিয়ে ছবি করছেন অঞ্জন দত্ত
RBN News Desk : মৃণাল সেনের পর এবার বাদল সরকার। সিনেমার গুরুকে শ্রদ্ধার্ঘ্য জানানোর পর এবার নিজের নাট্যজীবনের গুরুকে নিয়ে ছবি করতে চলেছেন অঞ্জন দত্ত। মৃণাল সেনের ওপর ‘চালচিত্র এখন’ -এর পর অঞ্জন দত্ত ডিসেম্বরেই শুরু করছেন তাঁর নতুন ছবি বাদল সরকারের ওপর ‘সারা দিন সারা রাত্তির’।
আরও পড়ুন: ভিক্টোরিয়া মেমোরিয়ালে ‘সাম্যবাদী নজরুল’
নাট্যকার বাদল সরকারের জন্মশতবর্ষ এই বছর। মৃণাল সেনেরও আগে বাদল সরকারের সঙ্গে বেশ কিছু সময় কাটিয়েছেন অঞ্জন। বলা যেতে পারে বাদল সরকারই ছিলেন অঞ্জনের অভিনয়ের শিক্ষাগুরু। বিভিন্ন মাধ্যমে অভিনয়ের ধারা বুঝতেও সাহায্য করেছিলেন তিনিই। থার্ড থিয়েটার নয়, প্রসেনিয়াম থিয়েটারই যে তাঁর অভিনয়ের জায়গা হতে পারে তাও তিনি উপলব্ধি করতে পারেন খোদ বাদল সরকারের সস্নেহ সাহচর্যে। তরুণ বয়সের এই নাট্যজীবন-এর অভিজ্ঞতা এবার বড়পর্দায় তুলে ধরবেন অঞ্জন দত্ত।
আরও পড়ুন: বছরে চল্লিশটি বাংলা ছবি আনছে ক্যামেলিয়া?
প্রসঙ্গত বাদল সরকারের বিখ্যাত নাটক ‘সারা রাত্তির’ অঞ্জন দত্তর অন্যতম প্রিয় নাটক। এই নাটক অবলম্বনে অপর্ণা সেনের হিন্দি ছবিতেও অভিনয় করেছেন অঞ্জন। ‘সারা রাত্তির’ এই শব্দ বন্ধন থেকেই ছবির নামকরণ। প্রৌঢ় বাদল সরকারের চরিত্রে থাকছেন অঞ্জন আর সে জন্য বাদলবাবুর মুখের আদলে চুল দাড়িও রাখছেন তিনি। আর কম বয়সের বাদল সরকারের চরিত্রে থাকছেন সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্য র পুত্র পূরব শীল আচার্য। পূরব আগে অনিন্দ্য চট্টোপাধ্যায়ের ‘মনোজদের অদ্ভুত বাড়ি’ ছাড়াও অভিনয় করেছিলেন কৌশিক গাঙ্গুলির ‘কাবেরী অন্তর্ধান’ আর ‘লক্ষ্মী ছেলে’ ছবিতে।
