চলচ্চিত্র জগত থেকে সরে গিয়ে অনেক সুখে আছি: অমিত কুমার
RBN Web Desk: চলচ্চিত্র জগত থেকে সরে গিয়ে তিনি অনেক সুখে আছেন, বললেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী অমিত কুমার। চার দশকেরও বেশি সময় ধরে একের পর এক সুপারহিট গানের সাফল্য তাঁর ঝুলিতে। তবে বেশ কয়েক বছর ধরে নিয়মিত প্লেব্যাক করছেন না তিনি।
সংবাদমাধ্যমকে অমিত কুমার জানালেন, “অনেকেরই ধারণা আমি খুব দুঃখে আছি। এটা একেবারেই সত্যি নয়। আমি নিজের ইচ্ছাতেই ছবির জগত থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। ইন্ডাস্ট্রিতে এখন রাজনীতিটাই আসল। আমি তার থেকে অনেক দূরে।”
৩ জুলাই তাঁর জন্মদিনে নিজের ইউটিউব চ্যানেল কুমার ব্রাদার্স মিউজ়িক শুরু করেছেন অমিত। একই দিনে মুক্তি পেয়েছে তাঁর সুরে ও কণ্ঠে লীনা চন্দ্রভারকর গঙ্গোপাধ্যায়ের লেখা ‘দিল কা মেরে হাল তুম না পুছো’।
আরও পড়ুন: খেতে আসছেন না রবীন্দ্রনাথ, নতুন থ্রিলারে সৃজিত
বাবা কিশোর কুমার ও মা রুমা গুহঠাকুরতার হাত ধরেই তাঁর সঙ্গীতজীবন শুরু। কাজ করেছেন দেশের প্রথম সারির সব সঙ্গীত পরিচালকদের সঙ্গে। তবে পিছন ফিরে দেখতে নারাজ অমিত। এগিয়ে চলাকেই মন্ত্র করেছেন ৬৮ বছর বয়সী এই শিল্পী। “এখন শুধু নিজের সৃষ্টি নিয়ে থাকতে চাই। বাবাকে এবং পঞ্চমদাকে (রাহুলে দেব বর্মণ) দেখে খুব ছোট বয়স থেকেই নতুন সুর তৈরি করার প্রতি আমার আগ্রহ জন্মায়। ইন্ডাস্ট্রি থেকে দূরে থাকলেও কাজ তো থেমে থাকবে না। নতুন সময়, প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলতে হবে। সেই চিন্তাভাবনা থেকেই ‘কুমার ব্রাদার্স মিউজ়িকের পথচলা শুরু। এই চ্যানেল থেকেই আমার করা সুরে আরও গান আসবে। আপাতত আঠারোটা গান তৈরি আছে। সেগুলো একে-একে আসবে। সব গানে আমিই নায়ক। আমাকে রেখেই ভিডিওগুলো তৈরি হবে।”
নব্বইয়ের দশকে লাইভ রেকর্ড করা ‘দিল কা মেরে হাল তুম না পুছো’র ভিডিও তৈরি হয়েছে মুম্বইয়ে কিশোর কুমারের বাংলো গৌরীকুঞ্জে।
শুধু তাঁর নিজের গান নয়, আগামীদিনে নতুন প্রতিভার পাশাপাশি অন্যান্য বিশিষ্ট শিল্পীদের গান প্রকাশেরও পরিকল্পনা আছে বলে জানালেন অমিত কুমার।
Amit Kumar on Why He's Happy to Stay Away from Mainstream Bollywood
#AmittKumar speaks on his future plans
Gepostet von Radio Bangla Net am Dienstag, 7. Juli 2020