বাংলা ছবিতে শরমন, সঙ্গে ভারত বাংলাদেশের দুই নায়িকা

RBN News Desk: বাংলা ছবিতে পা রাখতে চলেছেন বলিউড অভিনেতা শরমন জোশি (Sharman Joshi)। পরিচালক এমএন রাজের (MN Raj) রোমান্টিক ছবি ‘ভালবাসার মরশুম’ (Bhalobashar Morshum) ছবিতে দুই বাংলার দুই অভিনেত্রীর সঙ্গে দেখা যাবে শরমনকে। তাঁর বিপরীতে একদিকে যেমন থাকবেন এপার বাংলার অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায় (Susmita Chatterjee), তেমনই আছেন বাংলাদেশের তানজিন তিশা (Tanjin Tisha)

এই ছবির মাধ্যমে বাংলায় অভিষেক হতে চলেছে শরমনের। ‘থ্রি ইডিয়টস’, ‘গোলমাল’, ‘রং দে বসন্তি’, একাধিক হিন্দি ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়ানো এই অভিনেতা জানিয়েছেন তিনি সত্যজিত রায়ের বড় ভক্ত। বাংলা ছবি দেখছেন বহুদিন ধরেই। আঞ্চলিক ছবি এখন নতুন জায়গা তৈরি করছে, এই যাত্রায় অংশ নিতে পেরে তিনি খুশি।

আরও পড়ুন: ফিরছেন তুলসী, সঙ্গে থাকছেন কোন পুরোনোরা?

ছবিতে শরমনের চরিত্রের নাম আবির। সুস্মিতাকে দেখা যাবে পারমিতার ভূমিকায়। তানজিন থাকবেন হিয়ার চরিত্রে। ছবির মূল কাহিনী এই তিনজনকে ঘিরেই। কলেজে ক্লাস করতে গিয়ে প্রফেসর আবিরকে দেখে মুগ্ধ হয় হিয়া। কিন্তু আবিরের স্মৃতিতে তখনও উজ্জ্বল তার প্রাক্তন পারমিতা। তবে একসময় হিয়ার ভালোবাসায় ধরা দেয় আবির। তাদের বিয়েও হয়ে যায়। কিন্তু বিয়ের কিছুদিন পর হঠাৎ করে পাল্টে যেতে থাকে আবিরের ব্যবহার। হিয়াকে এড়িয়ে যেতে থাকে সে। তবে কি পারমিতা আবার ফিরে আসবে আবিরের জীবনে? একটি বিশেষ চরিত্রে ছবিতে থাকবেন বাংলাদেশের আর এক অভিনেতা খায়রুল বাশার।

পরিচালক জানিয়েছেন ছবির জন্য যেরকম কাস্টিং প্রয়োজন তেমনটাই পেয়েছেন তিনি। ছবির শুটিং হবে মুর্শিদাবাদ ও দার্জিলিঙে।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *