ব্লকবাস্টারের দৌড়ে ‘সাইয়ারা’, বক্স অফিসে নজিরবিহীন সাফল্য

RBN News Desk: একদিকে দুই নতুন মুখ, অন্যদিকে প্রমোশনও ছিল সীমিত। তবু তুখোড় ছক্কা হাঁকাল মোহিত সুরি (Mohit Suri) পরিচালিত রোম্যান্টিক ড্রামা ‘সইয়ারা’ (Saiyaara)। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন নবাগত আহান পাণ্ডে (Ahaan Panday) ও অনীত পদ্দা (Aneet Padda)। মুক্তির আগে ছবি নিয়ে ছিল না কোনও হাইপ। রোমান্টিক ছবি এবং অচেনা স্টারকাস্ট মিলিয়ে দর্শক খুব একটা আগ্রহীও ছিল না। সেই ছবি যে বক্স অফিসে এমন আগুন ধরাবে, তা হয়তো নির্মাতারাও ভাবেননি। শুধুমাত্র লোকমুখে প্রচারের মাধ্যমে মুক্তির মাত্র পাঁচ দিনের মাথায় বিশ্ব জুড়ে ছবির মোট আয় ছুঁয়েছে প্রায় ₹১৪৫ কোটি! এছাড়াও ছবিটি এখন ২০২৫ সালের সেরা পাঁচ হিন্দি আয়কারী ছবির তালিকায় জায়গা করে নিয়েছে।

প্রথম দিন থেকেই বক্স অফিসে দুর্দান্ত দৌড় শুরু করে ‘সইয়ারা’। শুক্রবার ছবির আয় ছিল প্রায় ₹২১ কোটি, শনিবার তা বেড়ে দাঁড়ায় ₹২৫ কোটি-র কাছাকাছি। প্রথম চারদিনে নজিরবিহীন ভাবে ১০০ কোটির গন্ডি ছাড়িয়ে যায় ছবিটি। এরপর মঙ্গলবার অর্থাৎ পঞ্চম দিনেও ছবির দম একটুও কমেনি। বরং মঙ্গলবারের আয় পৌঁছেছে ₹১২৫ কোটির কাছাকাছি। যা এবছরের প্রথম মঙ্গলবারের মধ্যে সর্বোচ্চ আয় বলেই মনে করছে ট্রেড অ্যানালিস্ট মহল।

আরও পড়ুন: রূপসার ছবিতে হারানো কলকাতার গল্প

সম্প্রতি পরিচালকের বক্তব্য থেকে জানা গেছে ছবি তৈরির আগে রোমান্টিক গল্প এবং নবাগত অভিনেতাদের নিয়ে নির্মাতা আদিত্য চোপড়া তেমন নিশ্চিত ছিলেন না। তাঁর যথেষ্ট সন্দেহ ছিল ছবিটি আদৌ দর্শক-প্রিয় হবে কিনা। তবে প্রথম থেকেই মোহিত নিজে নিশ্চিত ছিলেন ছবিটি বক্স অফিসে ভালো ফল করবে।

বাণিজ্য বিশ্লেষকদের দাবি, ছবির সঙ্গীত, আবেগঘন গল্প ও নির্মাণের  মুন্সিয়ানাই এই অভূতপূর্ব সাফল্যের মূল চাবিকাঠি। দর্শকের মুখে মুখে এখন ‘সইয়ারা’-র গান, আর বড়পর্দায় আহান-আনিতের রসায়ন। সব মিলিয়ে, ৬০ কোটি বাজেটের এই ছবি ইতিমধ্যেই তার খরচের দ্বিগুণের বেশি তুলে নিয়েছে। আগামী দিনেও হলভর্তি দর্শক ধরে রাখতে পারলে খুব শীঘ্রই ২০০ কোটির ক্লাবেও ঢুকে পড়বে ‘সইয়ারা’, এমনটাই পূর্বাভাস বলিউডের অন্দরমহলের।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *