‘মস্তি ৪’-এ হাসির ঝড় নিয়ে ফিরছেন সানন্দ ভার্মা

RBN News Desk : অভিনেতা সানন্দ ভার্মা, যিনি তাঁর নিখুঁত কমিক টাইমিং ও স্মরণীয় চরিত্রগুলির জন্য চলচ্চিত্র ও ওটিটি দুনিয়ায় সুপরিচিত, এবার দর্শকদের নতুন করে হাসানোর প্রস্তুতি নিচ্ছেন তাঁর আসন্ন কমেডি ফ্র্যাঞ্চাইজি ছবি ‘মস্তি ৪’ নিয়ে। বাবলি বাউন্সারপটাখাবিজয় ৬৯ ও আখোঁ কি গুস্তাখিয়াঁ–এর মতো জনপ্রিয় প্রজেক্টে অভিনয় করা এই অভিনেতা জানিয়েছেন, নতুন ছবিতে তিনি একদম ভিন্ন ও বিনোদনমূলক রূপে ধরা দেবেন।

চরিত্র সম্পর্কে সানন্দ বলেন, “আমি এক তরুণ, রঙিন, মজার এবং একেবারে পাগলাটে মানুষ চরিত্রে অভিনয় করছি। সে নিজেকে ভীষণ সুন্দর মনে করে, ভাবে সব মেয়েই তার প্রেমে পাগল, আর সে যেন পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ—আর আশ্চর্যের বিষয়, তার অতিরিক্ত আত্মবিশ্বাসটাই কাজ করে! আমার লুক খুব স্টাইলিশ; প্রিমিয়াম ডিজাইনার পোশাক পরি, আর হেঁটে বেড়াই যেন আমি সুপারস্টার।”

আরও পড়ুন: শক্তিমান রিটার্নস: পকেট এফএমে ফিরছে ভারতের প্রিয় সুপারহিরো

চিত্রনাট্য তাঁকে তৎক্ষণাৎ আকৃষ্ট করেছিল। “গল্পটা খুব মজার, চরিত্রটাও অসাধারণ। স্ক্রিপ্ট পড়েই আমি পুরো পাগলামিটা চোখের সামনে দেখতে পাচ্ছিলাম,” বললেন তিনি।

ছবিটি পরিচালনা করছেন মিলাপ জাভেরি। তাঁকে নিয়ে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে সানন্দ বলেন, “মিলাপ একজন দুর্দান্ত লেখক ও পরিচালক। তিনি বাণিজ্যিক সিনেমায় অসাধারণ দক্ষ, আর দর্শককে বিনোদন দেওয়াই তাঁর প্রথম লক্ষ্য—এটাই তো বলিউডের মূল চেতনা।”

আরও পড়ুন: গিনেস ও লিমকা বুক অফ রেকর্ডসে নাম গায়িকা পলকের

নিজের কমেডি দক্ষতার জন্য প্রশংসিত সানন্দ জানান, “কমেডি আমার শক্তি, আর মানুষ আমাকে এই ঘরানায় ভালোবাসে। তবে একজন অভিনেতা হিসেবে আমি সবসময় নতুন কিছু অন্বেষণ করতে চাই। খুব শিগগিরই আমাকে ভিন্ন ধারার চরিত্রে দেখতে পাবেন।”

ফ্র্যাঞ্চাইজি ছবিতে অংশ নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, “ফ্র্যাঞ্চাইজি তৈরি হয় কারণ দর্শক তা ভালোবাসেন। আগের পর্বগুলো যদি জনপ্রিয় হয়, নতুনটির জন্য আগ্রহও বাড়ে। মস্তি ৪-এ আমরা আনছি একেবারে নতুন গল্প ও দারুণ বিনোদন।”

দর্শকরা এবার সানন্দ ভার্মার কাছ থেকে পাবেন উচ্চমাত্রার হাস্যরস, কৌতুকপূর্ণ আকর্ষণ ও প্রচুর পাগলামি। তাঁর স্বাভাবিক ও সহজাত কমেডি দক্ষতা দিয়ে তিনি আবারও দর্শকদের মন জয় করতে প্রস্তুত।

Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *