বিশ্বজিতের ছবিতে নেতাজি এবং স্বাধীনতা সংগ্রামের কাহিনি
RBN News Desk: বয়স শুধু একটা সংখ্যামাত্র, প্রমাণ করেছেন অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় (Biswajit Chatterjee)। ৮৮ বছর বয়সে ছবি পরিচালনায় ব্যস্ত রয়েছেন সাদাকালো যুগের নায়ক। তাঁর পরিচালনায় ‘অগ্নিযুগ: দ্য ফায়ার’ (Agniyug: The Fire) ছবির শুটিং শুরু হয়ে গেছে বেশ কিছুদিন হলো। ছবিতে বিভিন্ন চরিত্রে দেখা যাবে ধর্মেন্দ্র, অনুপম খের, জ্যাকি শ্রফ, মধুকে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে কেন্দ্র করে ছবির কাহিনি এগোবে। যদিও নেতাজির ভূমিকায় কাকে দেখা যাবে সে কথা এখনও জানাননি পরিচালক।
রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করবেন অনুপম। ধর্মেন্দ্র থাকবেন লালা লাজপত রাইয়ের চরিত্রে। ঝাঁসির রানি বাহিনীর অন্যতম মুখ ক্যাপ্টেন লক্ষ্মী সেহগলের ভূমিকায় থাকবেন মধু। জ্যাকিকে দেখা যাবে আজাদ হিন্দ বাহিনীর এক সেনার ভূমিকায়। এছাড়াও একাধিক বিদেশী অভিনেতা থাকবেন ছবিতে।
আরও পড়ুন: রসায়ন নয়, না-পাওয়াই পাওয়া ‘ধূমকেতু’তে
বিশ্বজিৎ জানিয়েছেন দেশের স্বাধীনতা অর্জনে যে রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছে, সাধারণ মানুষের ওপর যেভাবে অত্যাচার করা হয়েছে সেই সবই উঠে আসবে এই ছবিতে। যেভাবে ইংরেজদের ওপর আক্রমণ করে অধিকার ছিনিয়ে আনা হয়েছে সেই সমস্ত কাহিনি আগামী প্রজন্মের জানা দরকার বলে মনে করেন তিনি। সেই উদ্দেশ্যেই তাঁর এই ছবি। মাস্টারদা সূর্য সেন, বিনয়-বাদল-দীনেশ, ক্ষুদিরাম বসু, কানাইলাল দত্ত, ভগৎ সিং এবং বহু অনামী বিপ্লবীর কথাও থাকবে ছবিতে।
ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে বহু মেয়েরাও রুখে দাঁড়িয়েছিল সে যুগে। নেতাজির তৈরি করা ঝাঁসির রানি ব্রিগেডের কথা বিশেষভাবে থাকবে এই ছবিতে, জানালেন তিনি। কুমার শানুর কন্ঠে ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’ রবীন্দ্রসঙ্গীতটি থাকবে বলে জানা গিয়েছে। হিন্দি ছাড়াও দক্ষিণী এবং বাংলা ভাষাতেও মুক্তি পাবে ছবিটি।
আগামী বছর মুক্তি পাবে ‘অগ্নিযুগ: দ্য ফায়ার’।
