নৃশংস মনস্তাত্বিক থ্রিলারে জয়, দীপান্বিতা ও জয়জিৎ
RBN News Desk: জটিল মনস্তাত্বিক বিকৃতি, নাকি অতৃপ্ত যৌন ফ্যান্টাসি থেকে অপরাধ মনস্কতা, নৃশংস এক সাইকোলজিকাল থ্রিলার সিরিজ় ‘প্রফেসর সেনগুপ্ত’ (Professor Sengupta)। পরিচালনায় রাজদীপ ঘোষ (Rajdeep Ghosh)। নামভূমিকায় দেখা যাবে অভিনেতা জয় সেনগুপ্তকে (Joy Sengupta)। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন দীপান্বিতা রক্ষিত (Dipanwita Rakshit), জয়জিৎ বন্দ্যোপাধ্যায় (Joyjit Banerjee), অনুজা রায়, জিৎসুন্দর চক্রবর্তী। ছোটপর্দায় জনপ্রিয়তা পাওয়ার পর ওটিটি মাধ্যমে এই প্রথমবার অভিনয় করতে দেখা যাবে দীপান্বিতাকে।
পাহাড়ের কোলে সুন্দর একটি বাড়িতে একা থাকেন সাইকোলজির প্রফেসর অনির্বাণ সেনগুপ্ত (জয়)। মাঝে মাঝে প্রতিবেশী ছোট্ট মেয়ে তিন্নি আসে অনি আঙ্কলের সঙ্গে দেখা করতে। অনির্বাণও তিন্নিকে ভালবেসে তাকে চকলেট দেয়, পুতুল বানিয়ে দেয়। প্রফেসরের আপাত নিস্তরঙ্গ জীবনে হঠাৎ একদিন আবির্ভাব হয় পুলিশ আধিকারিক রজতের (জয়জিৎ)। জঙ্গলের রাস্তায় পাওয়া গেছে একটি ছেলের লাশ, সেই তদন্ত করতেই রজতের আগমন। মৃত ছেলেটি প্রফেসর সেনগুপ্তর প্রাক্তন ছাত্র। তদন্তের কারণে তিন্নির বাড়িতেও হানা দেয় পুলিশ। ছোট্ট তিন্নি জানায় অনি আঙ্কলের ফ্রিজে একদিন সে একটা কান দেখতে পেয়েছিল। সেটা নাকি তিন্নিকে পুতুল বানিয়ে দেবে বলেই আনিয়েছে আঙ্কল। চমকে ওঠে রজত। মনে পড়ে যায় কিছুদিন আগে পাওয়া একটি মৃতদেহের কান, আঙুল, ঠোঁট পরিষ্কারভাবে কাটা ছিল, সে খুনের কোন সমাধান হয়নি। তবে কি প্রফেসর সেনগুপ্তই সেই নৃশংস অপরাধী? নাকি অন্য কেউও আছে এর মধ্যে?
আরও পড়ুন: কত টাকা পারিশ্রমিক পাচ্ছেন কপিল শর্মা?
“মানসিক বিপর্যয়ের স্মৃতি, সংস্কার ও নৃশংসতার দ্বন্দ্ব, এই সবকিছুর মধ্যে ভারসাম্য বজায় রেখে এগোনো বেশ কঠিন ছিল” বললেন জয়। “এই প্রজেক্টটা নিয়ে পরিচালক রাজদীপ ও তার টিমের ভিশন আমাকে অবাক করেছে। এই ইন্ডাস্ট্রিতে এই ব্যাপারটা বেশ দুর্লভ। চিত্রনাট্য নিয়ে কোন সীমিত গন্ডিতে আটকে থাকতে চায়নি ওরা। হাতে অল্প সময়, প্রচণ্ড গরম প্রযুক্তিগত চ্যালেঞ্জ এই সবকিছু সামলে কাজ করেছি আমরা। আশা করবো দর্শক এই সিরিজ় পছন্দ করবেন।”
জয়জিৎ জানালেন, “বহুদিন বাদে পুলিশের চরিত্রে অভিনয় করলাম। রাজদীপের সঙ্গে এটা আমার প্রথম কাজ। রাজদীপ খুব স্পষ্টবক্তা, ও কী চায় সেটা ওর কাছে পরিষ্কার। আমার বিশ্বাস দর্শকদের এই সিরিজ় পছন্দ হবে।”
এই সিরিজ়ের সমস্ত মুখ্য অভিনেতাদের সঙ্গেই প্রথমবার কাজ করলেন রাজদীপ। তিনি জানালেন, “এদের সকলের সঙ্গে যে এটা আমার প্রথম কাজ সেটা সেটে কখনও বুঝতেও পারিনি। ইদানিং খুব কম সময়ের মধ্যে শুটিং শেষ করতে হয় আমাদের। এরা প্রত্যেকে এতটাই অভিজ্ঞ ও পেশাদার অভিনেতা যে নানান প্রতিকূল পরিস্থিতিতেও শুটিং চালিয়ে নিয়ে যাওয়া গেছে। কাজ কেমন হয়েছে সেটা দর্শক বলবেন।”
পাঁচ এপিসোডের এই সিরিজ়ের চিত্রগ্রহণ করেছেন শুভজিৎ রায়। সম্পাদনা করেছেন কৌস্তুভ সরকার। ক্লিক ডিজিট্যাল মাধ্যমে কিছুদিনের মধ্যেই দেখা যাবে সিরিজ়টি।