ক্লাইম্যাক্স দিয়ে শুরু যুদ্ধের, ফিরছেন ভাইজান
RBN News Desk: নতুন ছবির শুটিং শুরু করলেন সলমন খান (Salman Khan)। তাঁর বহুল প্রতীক্ষিত ‘ব্যাটল অফ গালওয়ান’ (Battle of Galwan) ছবির শুটিং শুরু হলো মঙ্গলবার। ছবিটি পরিচালনা করছেন অপূর্ব লাখিয়া (Apoorva Lakhia)। লাদাখে গনেশ পুজো করে ছবির কাজের শুভসূচনা করা হলো। শুটিংয়ের প্রথম দিনেই ক্লাইম্যাক্স দৃশ্য শুট করা হয়, যা ঘিরে টিমের মধ্যে ছিল প্রবল উচ্ছ্বাস।
সলমন নিজেই সমাজমাধ্যমে তাঁর ছবির ফার্স্ট লুক শেয়ার করেছেন। সেখানে তিনি রয়েছেন সেনার উর্দিতে। ছবি প্রকাশের পর ভক্তরা উচ্ছ্বসিত। তাদের মতে পুরোনো ফর্মে ফিরছেন ভাইজান সলমন।
আরও পড়ুন:জিতের বিপরীতে এলেন টোটা, কোন ভূমিকায় থাকবেন?
সূত্রের খবর, লাদাখেই ছবির বড় অংশের শুটিং হবে। শুরুতেই ক্লাইম্যাক্স দৃশ্য গ্রহণের মাধ্যমে ছবিকে বাস্তবসম্মত করে তুলতে চাইছেন নির্মাতারা। একইসঙ্গে অভিনেতা কলাকুশলীদের এনার্জি লেভেলও থাকবে ওপর দিকে। প্রথমদিন শুট শেষে স্থানীয় সেনা সদস্যদের সঙ্গে দেখা করে তাঁদের সঙ্গে একটি বিশেষ ডিনারে অংশ নেন সলমন।
‘ব্যাটল অফ গালওয়ান’ এর কাহিনী ২০২০ সালের গালওয়ান উপত্যকার সংঘর্ষকে কেন্দ্র করে। লাদাখ সীমান্তের গালওয়ান উপত্যকায় ভারতের সেনাবাহিনীর সঙ্গে চীনের সেনাদের বিনা অস্ত্রের এক নজিরবিহীন যুদ্ধে প্রাণ যায় একাধিক সেনার। সেই যুদ্ধের কাহিনী নিয়ে তৈরি হচ্ছে এই ছবি।
দেশপ্রেম ও অ্যাকশনের মিশ্রণে তৈরি এই ছবি নিয়ে সলমন ভক্তদের প্রত্যাশা তুঙ্গে। ২০১৯ এ মুক্তি পাওয়া ‘দবং ৩’ এর পর সেভাবে সাফল্যের মুখ দেখেননি সলমন। সাম্প্রতিক ছবি ‘সিকন্দর’ দর্শক আনুকূল্য লাভ করেনি। তাঁর আগামী ছবির লুক ইতিমধ্যেই ভক্তদের আলোচনায়, এবার বড়পর্দায় কেমনভাবে ফুটে ওঠে ‘গালওয়ান’-এর কাহিনি, তা দেখার অপেক্ষায় দর্শক।

 
									
					 
					 
					