চারদিনে ₹১০ কোটি ছাড়াল ‘ধূমকেতু’, দাবি নির্মাতাদের
RBN News Desk: মাত্র চারদিনে দশ কোটির ঘর ছুঁয়ে ফেলল ‘ধূমকেতু’। বাংলা ছবির জন্য অঙ্কটা অবিশ্বাস্য হলেও এখন আর তেমন কঠিন নয়। স্বাধীনতা দিবসের দিন মুক্তি পেয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) পরিচালিত দেব (Dev), শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly), রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh) অভিনীত ‘ধূমকেতু’ (Dhumketu)। প্রথম চারদিনে ₹১০.১৬ কোটির ব্যবসা ছুঁয়েছে ‘ধূমকেতু’ (Dhumketu collection), দাবি করছেন নির্মাতারা।
দশ বছর ধরে অপেক্ষায় থাকা দর্শক যে এ ছবির জন্য মুখিয়ে আছে জানাই ছিল। অ্যাডভান্স বুকিংয়ের বহর দেখে আন্দাজ করা যাচ্ছিল প্রথম তিনদিনে কী হতে পারে। তবু মাত্র প্রথম চারদিনে এই পরিমাণ ব্যবসা যে কোন ছবির পক্ষে স্বপ্নের মতো।
আরও পড়ুন: কলকাতায় হিন্দি ছবির ট্রেলার মুক্তিতে বাধা, অনুষ্ঠানে তুলকালাম
গত কয়েক বছর যাবত বাংলা ছবির বক্স অফিস রীতিমতো চিন্তার কারণ ঘটিয়েছে। মাঝেমধ্যে কিছু ছবি কয়েক সপ্তাহ চলে কিছুটা আশার আলো দেখালেও সেই অর্থে বড় হিট আসেনি। গত কয়েক বছরে ‘খাদান’, ‘বহুরূপী’, ‘একেনবাবু’ সিরিজের ছবি তার মধ্যে অবশ্যই ব্যতিক্রমী সাক্ষর রেখেছে। তবু প্রথম সপ্তাহান্তে দশ কোটি ছাড়িয়ে যাওয়ার ঘটনা বাংলা ছবিতে সম্ভবত এর আগে ঘটেনি। এর কারণ দশ বছরের অপেক্ষা নাকি দেব শুভশ্রী জুটির ম্যাজিক সেটা জানা নেই।
তবে নজিরবিহীন বক্স অফিস সাফল্যের আগে বেনজির প্রমোশনও করেছে এই ছবি। ইদানিং একসঙ্গে ছবি না করলেও দশ বছর আগে তৈরি একটি ছবি মুক্তির আগে দেব ও শুভশ্রীর মতো দুই তারকা অভিনেতার একসঙ্গে সামনে আসা অবশ্যই পিআর স্ট্র্যাটেজির ওভার বাউন্ডারি ছিল। এই জুটির ভক্তদের মধ্যে তুমুল উত্তেজনার ফলাফলরূপে অ্যাডভ্যান্স বুকিংয়ের প্রায় সমস্ত শো হাউসফুল হয়ে যায়। গতকাল রবিবার অবধি টিকিট পাওয়া প্রায় অসম্ভব ছিল। আজ টিকিট মিললেও খুব তাড়াতাড়ি ভরে যাচ্ছে প্রেক্ষাগৃহ। বাংলা ছবির ব্যবসার জন্য এ অবশ্যই অত্যন্ত সুখবর।
