ভিক্টোরিয়া মেমোরিয়ালে ‘সাম্যবাদী নজরুল’

RBN News Desk : কলকাতা : কাজী নজরুল ইসলামের ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থ প্রকাশের শতবর্ষ উপলক্ষে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ও কৃষ্ণপুর নজরুল চর্চাকেন্দ্র সম্প্রতি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের প্রাঙ্গনে যৌথভাবে ‘সাম্যবাদী নজরুল’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে।এই অনুষ্ঠানের পরিকল্পনা ও পরিচালনার দায়িত্বে ছিলেন নজরুল সঙ্গীতশিল্পী ও গবেষক সোমঋতা মল্লিক। গান,কবিতা ও নৃত্য দিয়ে সাজানো এই অনুষ্ঠানে দুই শতাধিক শিল্পী অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: বছরে চল্লিশটি বাংলা ছবি আনছে ক্যামেলিয়া?

 

শতবর্ষ আগে ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থে নজরুল যে বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখিয়েছিলেন, তা কি শুধুই স্বপ্ন? এত বছর পরেও তাঁর সেই লেখা কী ভাবে আমাদের উত্তরণের পথ দেখায় — সেই সম্পর্কে আলোচনাও ছিল এই আয়োজনের অন্যতম লক্ষ্য। আমরা যখন কাজী নজরুল ইসলামের নাম উচ্চারণ করি, স্বতঃস্ফূর্তভাবেই তাঁর নামের আগে ‘বিদ্রোহী’ বিশেষণটি ব্যবহার করি। তিনি প্রকৃত অর্থেই ‘বিদ্রোহী’ — এ কথা অনস্বীকার্য। সমাজের সমস্ত অন্যায়, অবিচারের বিরুদ্ধে তিনি আজীবন সংগ্রাম করেছেন। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. শেখ কামাল উদ্দীন এবং ড. মৃন্ময় প্রামাণিক। ক্ষয়িষ্ণু পৃথিবীতে মানবতার কবি নজরুল কীভাবে তাঁর সৃষ্টির মাধ্যমে আরও প্রাসঙ্গিক হয়ে ওঠেন — সেই সম্পর্কে আলোকপাত করেন আলোচকরা।

আরও পড়ুন: শ্রেয়া ঘোষাল আসছেন ‘দ্য আনস্টপেবল ট্যুর’ নিয়ে

 

অনুষ্ঠানে সোমঋতার পরিচালনায় শতকণ্ঠে পরিবেশিত হয় নজরুলের দুটি গান — ‘কারার ওই লৌহ কপাট’ এবং ‘দুর্গম গিরি কান্তার মরু’, সঙ্গে পরিবেশিত হয় প্রেরণা গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় নৃত্য। পীতম ভট্টাচার্যর পরিচালনায় পরিবেশিত হয় ‘সাম্যবাদী’, সৌম্যশ্রী গাঙ্গুলির পরিচালনায় ‘কুলি মজুর’, এছাড়াও সাম্যবাদী কাব্যগ্রন্থের ‘নারী’ ও ‘সাম্য’ কবিতা দলীয়ভাবে পরিবেশিত হয়। অনুষ্ঠান শেষ হয় সোমঋতার কণ্ঠে ‘জয় হোক, জয় হোক/শান্তির জয় হোক, সাম্যের জয় হোক, সত্যের জয় হোক’ গানটি পরিবেশনার মধ্য দিয়ে। সমগ্র অনুষ্ঠানে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *