শক্তিমান রিটার্নস: পকেট এফএমে ফিরছে ভারতের প্রিয় সুপারহিরো

RBN News Desk : পকেট এফএম আবারও ফিরিয়ে এনেছে ভারতের সবচেয়ে প্রিয় সুপারহিরোকে। শক্তিমান রিটার্নস নামের এই ৪০ পর্বের অডিও সিরিজে থাকছেন মূল শক্তিমান ও স্রষ্টা মুকেশ খন্না নিজে। নস্টালজিয়া ও আধুনিক গল্প বলার মিশেলে তৈরি এই সিরিজ নতুন প্রজন্মের শ্রোতাদের সামনে এক নতুনভাবে হাজির করছে শক্তিমানকে, চমকপ্রদ সাউন্ড ডিজাইনের মাধ্যমে।

নতুন এই গল্পে শক্তিমানের যুদ্ধ শুধু অশুভ শক্তির বিরুদ্ধে নয়, বরং মানবজাতির লোভ ও প্রকৃতির ওপর তার অবহেলার বিরুদ্ধেও। তাঁর নতুন শত্রু মহাতত্ত্ব, যিনি একসময় প্রকৃতির রক্ষক ছিলেন, এখন পৃথিবীতে ভারসাম্য ফিরিয়ে আনতে যেকোনো মূল্যে ধ্বংসের পথে নেমেছেন। পৃথিবীকে রক্ষা করতে শক্তিমানকে খুঁজে বের করতে হবে পাঁচটি রহস্যময় রত্ন — মণি অব এলিমেন্টস — এবং প্রমাণ করতে হবে, আসল শক্তি ধ্বংসে নয়, করুণায়।

আরও পড়ুন: গিনেস ও লিমকা বুক অফ রেকর্ডসে নাম গায়িকা পলকের

প্রায় ১০ ঘণ্টা দীর্ঘ এই সিরিজে থাকছে প্রিয় চরিত্র গঙ্গাধর শাস্ত্রী, গীতা বিশ্বাস ও টিআরপি বাবা। পকেট এফএম-এর সিইও রোহন নায়ক বলেন, “শক্তিমানকে ফিরিয়ে আনা মানে শুধু অতীতকে স্মরণ করা নয়, বরং প্রমাণ করা যে ভারতীয় নায়কেরা চিরকালীন।”

Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *