₹১,০০০ কোটির পথে ‘অ্যানিমাল’
RBN Web Desk: বক্স অফিসে ₹১,০০০ কোটি টাকা ব্যবসা করতে চলেছে ‘অ্যানিমাল’। ২ ডিসেম্বর মুক্তি পেয়েছে সন্দীপ রেড্ডি পরিচালিত ছবিটি। এ ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রণবীর কপূর। অন্যান্য চরিত্রে রয়েছেন ববি দেওল, অনিল কপূর ও রশ্মিকা মন্দানা।
দেশের ও বিদেশের বাজার মিলিয়ে এখনও পর্যন্ত ₹৮১৬ কোটির ব্যবসা করেছে ‘অ্যানিমাল’। হিন্দি ছাড়াও তামিল, তেলুগু, কন্নড় ও মালায়ালম ভাষায় মুক্তি পেয়েছে ছবিটি। ওয়াকিবহাল মহলের ধারণা বক্স অফিসে ২০ দিন পেরোনোর আগেই ₹১,০০০ কোটির ব্যবসা করে ফেলবে এই ছবি। ভারত ছাড়াও ছবিটি মুক্তি পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ায়।
আরও পড়ুন: অন্তত পাঁচ বছর থিয়েটার করার পরামর্শ মনোজের
‘অ্যানিমাল’-এর ব্যবসার অঙ্ক হাসি ফুটিয়েছে হলমালিকদের মুখে। করোনা অতিমারীর প্রকোপে ধুঁকতে থাকা চলচ্চিত্র প্রদর্শন শিল্পকে অনেকটাই অক্সিজেন জুগিয়েছে ‘পাঠান’, ‘জওয়ান’, ‘গদর ২’ ও ‘অ্যানিমাল’।