টাইমস স্কোয়ার থেকে মুম্বই: সায়নী পালিতের পুজোর সফর

রেডিওবাংলানেট: সংগীতশিল্পী সায়নী পালিত তাঁর অনবদ্য গায়কী ও সুরেলা কণ্ঠে অজস্র সংগীতপ্রেমী মানুষের মন জয় করে নিয়েছেন। এক বিশেষ সাক্ষাৎকারে বাংলার মেয়ে হয়ে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো তিনি কী ভাবে কাটাতেন এই প্রশ্নের জবাবে সায়নী জানালেন, “দুর্গাপুজো আমার জীবনের সবচেয়ে স্পেশাল সময়গুলোর মধ্যে একটা। ছোটবেলায় পুজো মানেই ছিল প্যান্ডেল হপিং, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া, নতুন জামাকাপড় পরা আর আনন্দে ভরপুর একটা দিন কাটানো । কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পুজোর মানে আমার কাছে বদলেছে। এখন পুজো মানে হলো দর্শকের সামনে দাঁড়িয়ে গান গাওয়া, মঞ্চে পারফর্ম করা আর মানুষের সঙ্গে গান ভাগ করে নেওয়া।”

গত কয়েক বছর সায়নী পুজো কাটিয়েছেন নিজের দেশের বাইরে। “২০২২ সালে আমি লাইভ পারফর্ম করি লন্ডনে। এরপর ২০২৩ ও ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে দুর্গাপুজোর সময় গান গাওয়ার সুযোগ পেয়েছিলাম। ২০২৪ সালে প্রথমবার টাইমস স্কোয়ার দুর্গাপুজো-তে গান গাওয়ার সৌভাগ্য হয়েছিল। ওটা ছিল একেবারে স্বপ্নের মতো অভিজ্ঞতা, যা আমি সারাজীবন মনে রাখব।”

আরও পড়ুন: গানে গানে পঞ্চাশে অনুপ জলোটা, সাক্ষী রইল শহর

তবে এ বছর তাঁর উৎসাহ একটু আলাদা। “টানা তিন বছর বিদেশে দুর্গাপুজোয় গান গাওয়ার পর এবার আমি আবার ভারতে ফিরছি। আর পাঁচ বছর পর আবার এবারের দুর্গাপুজোতে মুম্বইয়ে গান গাইব। মুম্বইয়ে অনেকবার গান গেয়েছি, কিন্তু দুর্গাপুজোর সময় মুম্বইয়ের মঞ্চে ওঠার একটা আলাদা আনন্দ আছে। এবার আমি সেই অভিজ্ঞতার জন্য মুখিয়ে আছি।”

আরও পড়ুন: ক্লাইম্যাক্স দিয়ে শুরু যুদ্ধের, ফিরছেন ভাইজান

এই বছরের পুজোয় সায়নীর আরেকটি স্বপ্নপূরণ হয়েছে। সায়নী বললেন, “প্রথমবার আমি এমন একটি মিউজিক ভিডিও-র অংশ হয়েছি যেখানে আমার গুরু, পণ্ডিত অজয় চক্রবর্তীও আছেন। তাঁর সঙ্গে এক ফ্রেমে থাকা, এক প্রজেক্টে কাজ করা আমার কাছে বিরাট আনন্দ আর গর্বের ব্যাপার। তাই এবারের পুজো আমার জন্য আরও অনেক বেশি স্মরণীয়।”

কনসার্ট, নতুন গান আর শ্রোতাদের সঙ্গে সরাসরি যোগ দেওয়ার জন্য মুখিয়ে আছেন সায়নী। তাঁর কথায়, “এবারের পুজোয় আমি আবার দেশের মাটিতে গান গাইব, আপনাদের সবার সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেব। আশা করি আমার গান এই উৎসবকে আরও রঙিন করে তুলবে।”

Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *