মহানগর ছেড়ে মায়ানগরীতে গিয়ে আশাবাদী ‘সম্পূর্ণা’ সন্দীপ্তা

RBN News Desk: ওয়েব প্ল্যাটফর্মে ইতিমধ্যেই নজর কেড়েছে ‘বীরাঙ্গনা’। নামভূমিকায় অভিনেত্রী সন্দীপ্তা সেন (Sandipta Sen)। পরনে খাকি উর্দি, চেহারায় বাড়তি আত্মবিশ্বাস। সিরিজ়ের রূপরেখাও রুদ্ধশ্বাস। শান্ত সৌম্য চরিত্রাভিনয় থেকে এই সিরিজ় অনেকটাই অন্যভাবে সপ্রতিভ করেছে সন্দীপ্তাকে। সম্প্রতি তিনি শিরোনামে। কেন? গুঞ্জন তিনি নাকি কলকাতা ছেড়েছেন। মুম্বইতে একা থাকছেন পেশার সূত্রেই।




রুপোলি পর্দা মানেই চোখ ধাঁধানো গ্ল্যামার। পাশাপাশি তাল মিলিয়ে থাকে অনিশ্চয়তা, স্বজনপোষণ, আরও কত হিসেবনিকেশ। মায়ানগরী হোক বা মহানগর, রোজই এখানে তৈরি হয় নতুন সমীকরণ। এর মধ্যেই আসছে অভিনেত্রীর নতুন হিন্দি ধারাবাহিক ‘সম্পূর্ণা’ (Sampoorna)। সেখানে কতটা চ্যালেঞ্জ নিলেন সন্দীপ্তা? সুযোগই বা পেলেন কীভাবে?

আরও পড়ুন: চারদিনে ₹১০ কোটি ছাড়াল ‘ধূমকেতু’, দাবি নির্মাতাদের

সন্দীপ্তার কথায়, “হঠাৎ করেই সুযোগটা পেলাম। ‘সম্পূর্ণা’ ঠিক ধারাবাহিক নয়। সিরিজ়ের আকারে তৈরি হচ্ছে। অদিতিদিই (রায়) শো রানার।”

আসলে ‘নষ্টনীড়’ এর আদলেই তৈরি হচ্ছে ‘সম্পূর্ণা’। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘নষ্টনীড়’ ওয়েব সিরিজ় আগে থেকেই জনপ্রিয়। তবে সেটি ছিল ১২ এপিসোডের একটি সিরিজ়। ‘সম্পূর্ণা’ তৈরি হবে ১২০টি এপিসোডে। মূল গল্প এক রেখে হবে সংযোজন। শুটিং শুরু হয়েছে ইতিমধ্যেই। আর সেই জন্যই আগামী তিনমাসের জন্য কলকাতা ছাড়তে বাধ্য হয়েছেন অভিনেত্রী। এ বছর তাঁর সবক’টা কাজই বেশ সফল। হিন্দি মেগার জন্য অন্য কোনও প্রোজেক্ট তাই হাতে নেননি তিনি। এই মুহূর্তে রয়েছেন চন্ডীগড়ে।

“কলকাতা, মুম্বই ও পাঞ্জাবের ইউনিট মিলে কাজ হচ্ছে। এখানকার পরিবেশটা আলাদা। শুটিং নয়, বরং চন্ডিগড়ের গরমেই নাজেহাল হতে হচ্ছে। মুম্বই বা কলকাতার মতো হাতের নাগালে এখানে সবকিছু নেই। ফলে একটু অসুবিধা তো হচ্ছেই। তবে সব মিলিয়ে বেশ একটা ভালো অভিজ্ঞতাও হচ্ছে,” উচ্ছ্বসিত সন্দীপ্তা।

ছোটপর্দা থেকে শুরু করে বড়পর্দায়, টলিউড থেকে শুরু করে বলিউডে পাড়ি দিয়েছে এরকম অনেক নামই আছে। কেউ সফল হয়েও ফিরে এসেছে, কেউ আবার মায়ানগরীতেই থিতু হয়ে গিয়েছে। সন্দীপ্তার পরিকল্পনা কী? একসঙ্গে অনেকগুলো কাজ হাতে নেওয়ার অভ্যাস নেই। আপাতত ‘সম্পূর্ণা’তেই মন দিয়েছেন তিনি। এই মুহূর্তে হাতে বাংলার কোনও কাজ নেই। তবে আগামী দিনেও যে থাকবে না তেমনটা একেবারেই নয়।

আরও পড়ুন: জিতের ছবির হাত ধরে বাংলায় ফিরলেন শান্তনু

অভিনেত্রী জানালেন, “এই বিষয়টা নিয়ে কথা বললে এখন তাড়াহুড়ো হয়ে যাবে। আগে এই কাজটা হোক। বাকিটা তো সময় বলবে। ‘কিলবিল সোসাইটি’, ‘আপিস’, ‘ভূতপূর্ব’, ‘বীরাঙ্গনা’, জুলাইয়ের মধ্যে আমার চারটে কাজই রিলিজ় হয়ে গেছে। এইগুলোই পেন্ডিং ছিল। সবগুলোই সফলভাবে চলছে। বছরটা সত্যিই ভালো আমার জন্য। এই কাজটা শুরু হচ্ছে, আমি খুব আশাবাদী। আগামী তিন-চার মাস আমি এই কাজটার জন্য কমিটেড।”

বলিউড হোক বা টলিউড, ধারাবাহিক মানেই যেন রোজকার চ্যালেঞ্জ। চরিত্র কিংবা টিআরপির প্রয়োজনে চিত্রনাট্য বদল যখন তখন। ‘সম্পূর্ণা’ও কি একই ধারায় বয়ে চলবে?

“একেবারেই না। সাধারণত ধারাবাহিক শুটিংয়ের জন্য সেট তৈরি করা হয়। এক্ষেত্রে শুটিং হচ্ছে রিয়েল লোকেশনে। শট নেওয়া থেকে শুরু করে সবকিছুই হচ্ছে সিরিজ়ের মতো করে। ‘নষ্টনীড়’কে অক্ষত রেখেই ‘সম্পূর্ণা’র গল্প বাড়ানো হবে,” বললেন সন্দীপ্তা।

২৮ আগষ্ট থেকে ধারাবাহিকটির সম্প্রচার শুরু হবে।




Like
Like Love Haha Wow Sad Angry

Angana

A traveler and a lover with a musical heart. An avid reader and writer. Reads anything that falls on her hands. Has an analytical mind and is highly opinionated

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *