‘পদ্মশ্রী’ সম্মান পাচ্ছেন প্রসেনজিৎ, সঙ্গে বাংলার আরো দশ ব্যক্তিত্ব

RBN News Desk: এ বছর পদ্মশ্রী সম্মান (Padma Awards 2026) পাচ্ছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। শিল্পকলায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মান দেওয়া হচ্ছে তাঁকে। প্রসেনজিৎ ছাড়াও বাংলা থেকে চলতি বছরে এই সম্মান পাচ্ছেন আরও ১০ জন।
আগামীকাল ভারতের প্রজাতন্ত্র দিবস। ঠিক তার আগের দিন ঘোষণা করা হল ২০২৬ সালের পদ্মসম্মানের তালিকা। সারা দেশ থেকে সাহিত্য, শিল্প, খেলা, চিকিৎসা, কৃষি বিভিন্ন ক্ষেত্র থেকে ১৩১ জন ব্যক্তিত্বকে নির্বাচন করা হয়েছে এবারের পদ্মসম্মানের তালিকায়।
বাংলা থেকে প্রসেনজিৎ ছাড়াও শিল্পকলায় বিশেষ অবদানের জন্য পদ্মশ্রী পাচ্ছেন তবলাবাদক পণ্ডিত কুমার বসু (Pandit Kumar Bose), সন্তুর বাদক পণ্ডিত তরুণ ভট্টাচার্য (Pandit Tarun Bhattachraya), নাট্যব্যক্তিত্ব হরিমাধব মুখোপাধ্যায় (Harimadav Mukhopadhyay), তাঁতশিল্পী জ্যোতিষ দেবনাথ, কাঁথাশিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়। শিক্ষা ও সাহিত্য জগৎ থেকে পেয়েছেন শ্রী অশোক কুমার হালদার, গম্ভীর সিংহ ইয়নজন, মহেন্দ্রনাথ রায় ও রবিলাল টুডু। চিকিৎসা ক্ষেত্রে অবদানের জন্য পাচ্ছেন হৃদ্‌রোগের চিকিৎসক সরোজ মণ্ডল।

আরও পড়ুন: ফিরছে দেব – শুভশ্রী জুটি

ছয়ের দশকে জগন্নাথ চট্টোপাধ্যায়ের ছবি ‘ছোট্ট জিজ্ঞাসা’-তে শিশু শিল্পী হিসেবে অভিনয় জীবনের যাত্রা শুরু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। বাবা টলিউড ও বলিউডের নাম করা নায়ক বিশ্বজিৎ চট্টোপাধ্যায় (Biswajit)। আটের দশকের ছবি ‘অমর সঙ্গী’-র মাধ্যমে সফল নায়ক হিসেবে তাঁর যাত্রা শুরু। সুদীর্ঘ ছয় দশক ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করে চলেছেন। কেরিয়ারের শুরুর দিকে বলিউডে ডাক পড়লেও বাংলা ছবি করবেন বলে টালিগঞ্জ ছাড়তে চাননি। অনেক পরে ২০১২ সালে ‘সাংহাই’ ছবির মাধ্যমে শুরু হয় তাঁর বলিউড সফর। বাংলা হিন্দি দুই ইন্ডাস্ট্রিতেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এখন সম্মানীয় ব্যক্তিত্ব।

আরও পড়ুন: চলে গেলেন জয়শ্রী রায় কবির

আন্তর্জাতিক সঙ্গীত ক্ষেত্রে বেনারস ঘরানার তবলা শিল্পী পণ্ডিত কুমার বসু বহুদিন ধরেই এক বিশিষ্ট নাম । উত্তরাধিকার সূত্রে সংগীত তাঁর রক্তে। পণ্ডিত রবিশঙ্কর-সহ বহু খ্যাতনামা সংগীত শিল্পীর সঙ্গে তিনি দেশবিদেশে তবলায় যোগ্য সঙ্গত করেছেন।
সন্তুরশিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য-র সংগীত শিক্ষার শুরু প্রথমে তাঁর বাবার কাছ থেকে ও পরে পণ্ডিত রবিশঙ্করের কাছে । বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত এই শিল্পী ২০১৮ সালেই সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার পেয়েছিলেন।
সদ্যপ্রয়াত বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব হরিমাধব মুখোপাধ্যায় এ বছর মরণোত্তর পদ্মসম্মানে ভূষিত হলেন । দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটনিবাসী অধ্যাপক হরিমাধব ১৯৬৯ সালে তৈরি করেন ‘ত্রিতীর্থ’ নাট্যগোষ্ঠী । তাঁর প্রযোজিত নাটকের মধ্যে উল্লেখযোগ্য ‘ভাঙাপট’, ‘জল’, ‘দেবাংশী’, ‘মন্ত্রশক্তি’, ‘চিরকুমারসভা’, ‘দেবীগর্জন’, ‘গ্যালিলিও’, ‘তিন বিজ্ঞানী’, ‘ঔরঙ্গজেব’ ইত্যাদি। তিনি ছিলেন বালুরঘাটের নাট্য আন্দোলনের দিশারী।

২০২৫ এ এই সম্মান পেয়েছিলেন সংগীতশিল্পী অরিজিৎ সিংহ (Arijit Singh), অভিনেত্রী মমতাশঙ্কর (Mamata Shankar)। যদিও পদ্ম বিভূষণ ও পদ্মভূষণের তালিকায় এ বার বাংলা থেকে কারও নাম নেই।

Like
Like Love Haha Wow Sad Angry
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *