শুরু হল নন্দিতা রায় – শিবপ্রসাদ মুখোপাধ্যায় জুটির নতুন ছবির কাজ
RBN News Desk: এ বছর উইন্ডোজ প্রোডাকশন হাউজের ২৫ বছর। আর সেই উপলক্ষ্যে দর্শককে দারুণ চমক দিতে চলেছে এই প্রযোজনা সংস্থা। ইতিমধ্যেই আভাস মিলেছে নন্দিতা রায় (Nandita Roy) আর শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shiboprosad Mukherjee) পরিচালনায় আগামী দুটো ছবির।
গত রবিবার ৪ জানুয়ারি থেকে মহিষাদল রাজবাড়িতে শুরু হয়েছে নন্দিতা রায় – শিবপ্রসাদ মুখোপাধ্যায় জুটির নতুন ছবি ‘ফুলপিসি ও এডওয়ার্ড’ (Phool Pishi O Edward) ছবির শ্যুটিং। এই ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সোহিনী সেনগুপ্ত, অর্জুন চক্রবর্তী, অনামিকা সাহা, রাইমা সেন, শ্যামৌপ্তি মুদলি, সাহেব চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, অনন্যা চট্টোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, ঋষভ বসু এবং সৌম্য মুখোপাধ্যায়। রহস্য আর ড্রামায় মোড়া এ ছবির কাহিনী আর জমজমাট চিত্রনাট্য দর্শকদের মন জয় করে নেবে বলেই মনে করা হচ্ছে। এই ছবির সূত্রেই অনেক দিন পর বাংলা ছবিতে ফিরছেন অর্জুন চক্রবর্তী। ছবির সংগীত ও আবহ পরিচালনায় থাকবেন জয় সরকার আর গানের কথা লিখছেন শ্রীজাত।
আরও পড়ুন: নন্দিতা-শিবপ্রসাদ জুটির নতুন ছবিতে ফিরছেন অর্জুন চক্রবর্তী
এ বছর নন্দিতা রায় – শিবপ্রসাদ মুখোপাধ্যায় জুটি আরেকটি যে ছবি উইন্ডোজ থেকে আনছেন তা তাঁদের আগের ছবি ‘বহুরূপী’-র সিক্যুয়েল। বছরের শুরুতেই প্রোডাকশন হাউজ-এর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ছবির নাম ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ (Bohurupi the Golden Daku)। বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে শিবপ্রসাদ, কৌশানি মুখোপাধ্যায়, আবীর চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী অভিনীত ‘বহুরূপী’ ছিল ২০২৪-এর অন্যতম বাণিজ্যসফল বাংলা ছায়াছবি। তাই তার সিক্যুয়েল নিয়েও সিনেমাপ্রেমীদের আগ্রহ যথেষ্ট। নতুন এই ছবিতে সম্ভাবনা আছে যীশু সেনগুপ্তর অভিনয় করার ।

এ ছাড়াও আগামী ২৩ জানুয়ারি শুক্রবার সরস্বতী পুজোর দিন উইন্ডোজ-এর প্রযোজনায় মুক্তি পাবে অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ । সুমন ঘোষের আগামী ছবি ‘ফ্যামিলিওয়ালা’- রও প্রযোজনার দায়িত্বে থাকছে উইন্ডোজ। শোনা যাচ্ছে এ ছবির কাস্টিং-ও হতে চলেছে চমকপ্রদ। উইন্ডোজ প্রোডাকশন হাউজ-এর ২৫ বছর যে জমজমাট হতে চলেছে সন্দেহ নেই।
