বক্স অফিসে ঝড় তুলেছে ‘বর্ডার ২’

RBN News Desk : বক্স অফিসে ঝড় তুলেছে ‘বর্ডার ২’ (Border 2)। ২৯ বছর আগে বলিউড সিনেমায় নজর কেড়েছিল জে পি দত্ত (J P Dutta) পরিচালিত ‘বর্ডার’ (Border)। দেশপ্রেম, যুদ্ধ-র সমান্তরালে সাধারণ মানুষের প্রেম-বিরহ-বিচ্ছেদের কাহিনী আবেগ তাড়িত করেছিল ভারতীয় দর্শককে। সঙ্গে এ ছবির গান শুধু সে সময়েই নয়, এখনও বেশ জনপ্রিয়। বদলেছে সময়, বদলেছে রাজনৈতিক সমীকরণ। প্রায় তিন দশক পর অনুরাগ সিং (Anurag Singh) পরিচালিত ‘বর্ডার ২’ নিয়ে তাই দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে।

বিগত ২৩ জানুয়ারি বড়পর্দায় মুক্তি পেয়েছে ‘বর্ডার ২’। প্রধান চরিত্রে আছেন সানি দেওল (Sunny Deol)। সঙ্গে আছেন বরুণ ধাওয়ান (Varun Dhawan), দিলজিৎ দোসাঞ্জ (Diljit Dosanjh), অহন শেট্টি (Ahan Shetty)। মুক্তির প্রথম দিনই ‘বর্ডার ২’-এর আয় প্রায় ৩০ কোটির কাছাকাছি। সপ্তাহান্তের সঙ্গে সোমবার ২৬ জানুয়ারির ছুটির দিন মিলিয়ে প্রথম চারদিনে এই ছবির বক্স অফিস কালেকশন বাড়ছে চড়চড়িয়ে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত ‘বর্ডার ২’-এর ভারতীয় বক্স অফিস কালেকশন প্রায় ১৭৪ কোটি। ছবির গল্প, নির্মাণ ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে। জনপ্রিয়তাও বেশ বাড়ছে। প্রযোজক সংস্থার আশা আগামী দিনে ‘বর্ডার ২’ -এর বক্স অফিস আয় বলিউডের আগের অনেক ছবিরই রেকর্ড ভেঙে দেবে।

Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *