ফিরছে অঞ্জন দত্ত – রূপা গঙ্গোপাধ্যায় জুটি

RBN News Desk : ফের বড়পর্দায় জুটি বেঁধে ফিরছে অঞ্জন দত্ত (Anjan Dutt) – রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly) জুটি। ১৯৯৫ সালে অপর্ণা সেন-এর (Aparna Sen) ‘যুগান্ত’ (Yugant) (What the Sea Said) ছবির ৩১ বছর পর নতুন পরিচালক সমর্পণ সেনগুপ্ত-র (Samarpan Sengupta) ছবিতে এই জুটিকে বড় পর্দায় দেখা যাবে আরেকবার। ছবির নাম ঠিক হয়েছে ‘প্রত্যাবর্তন’ (Pratyabartan)।

আরও পড়ুন: শুরু হল সুমন ঘোষের নতুন ছবি ‘Familyওয়ালা’-র শ্যুটিং 

অঞ্জন দত্ত-র সঙ্গে কিছু ছোট ছবিতে রূপা গঙ্গোপাধ্যায় জুটির অভিনয় বহুদিনই রসিক দর্শক মহলে প্রশংসা কুড়িয়েছে। দুজনেই উঁচু দরের শিল্পী। তবু বাংলা ছবির ইন্ডাস্ট্রিতে যেন সেই ভাবে ব্যবহার করা হল না এই জুটিকে। অঞ্জন দত্তকে আলাদা ভাবে কিছু ছবিতে এখন পাওয়া যায় ঠিকই। নতুন নতুন ছবিও আমাদের উপহার দিয়েছেন। তবে রূপা গঙ্গোপাধ্যায় বহুদিন ছবির জগতে ছিলেন না। অতি সম্প্রতি ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের (Dhrubo Banerjee) ‘রঘু ডাকাত’ ছবিতে তাঁকে অনেক দিন পর বড় পর্দায় দেখা গেছিল। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রূপা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন তাঁকে আবার পর্দায় ফিরিয়ে আনার কথা ভেবেছিলেন দেব (Dev)। এ জন্য দেবকে নাকি অনেক ঝামেলাও পোহাতে হয়েছিল।

আরও পড়ুন: বক্স অফিসে ঝড় তুলেছে ‘বর্ডার ২’ 

মোবাইল – সোশ্যাল মিডিয়ার মধ্যে ডুবে থাকা এই সমাজের মধ্যে মানবিক সম্পর্ক স্থাপন ও উদযাপনের গল্প ‘প্রত্যাবর্তন’ । সম্পর্কের শিকড় আগলে রাখতেই প্রবীণ দম্পতির কাছে সপরিবারে ফিরে আসেন তাঁদের ছেলে বৌমা আর নাতনি। শুটিং  পুরুলিয়া আর কলকাতায়। এই ছবিতে অঞ্জন দত্তর ছেলের ভূমিকায় অভিনয় করছেন শিলাজিৎ (Shilajit)। এ ছাড়াও ছবিতে থাকছেন অপরাজিতা আঢ্য (Aparajita Adhhya), খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukherjee), কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Koneenica Banerjee), রূপা ভট্টাচাৰ্য (Rupa Bhattacharjee) ও আরো অনেকে। ছবির গানের সুর সংযোজনে থাকবেন বনি চক্রবর্তী (Bonnie Chakraborty)। অঞ্জন দত্ত – রূপা গঙ্গোপাধ্যায় জুটির ‘প্রত্যাবর্তন’ নিয়ে এখন থেকেই বাংলা ছবির অনুরাগীদের আগ্রহ শুরু হয়েছে। 

Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *