শুরু হল সুমন ঘোষের নতুন ছবি ‘Familyওয়ালা’-র শ্যুটিং

RBN News Desk : ‘শ্রীরামপুর ডায়েরিজ’ আপাতত স্থগিত রেখে নতুন ছবির শ্যুটিং শুরু করে দিলেন পরিচালক সুমন ঘোষ (Suman Ghosh)। উইন্ডোজ প্রোডাকশনের (Windows Production House) প্রযোজনায় তাদের রজত জয়ন্তী বছরের অন্যতম ছবি হিসেবে জায়গা করে নিল ‘শ্রীরামপুর ডায়েরিজ’ আপাতত স্থগিত রেখে নতুন ছবির শ্যুটিং শুরু করে দিলেন পরিচালক সুমন ঘোষ। উইন্ডোজ প্রোডাকশনের প্রযোজনায় তাদের রজত জয়ন্তী বছরের অন্যতম ছবি হিসেবে জায়গা করে নিল ‘Familyওয়ালা’।

আরও পড়ুন: বক্স অফিসে ঝড় তুলেছে ‘বর্ডার ২’ 

ঠিক ছিল বছরের শুরুতেই পরিচালক সুমন ঘোষ তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘শ্রীরামপুর ডায়েরিজ’-এর শ্যুটিং শুরু করবেন, যার প্রধান চরিত্রে থাকবেন অভিনেতা ঋদ্ধি সেন (Riddhi Sen)। কিন্তু ফেডারেশন-এর তরফ থেকে ঋদ্ধিকে বয়কট করায় আপাতত সে ছবি নির্মাণ স্থগিত রাখা হল। নতুন ছবি ‘Familyওয়ালা’-র প্রধান চরিত্রে অভিনয় করছেন পরিচালক-অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprasd Mukhopadhyy), সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty), স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee),অনসূয়া মজুমদার (Anashua Majumdar) , লিলি চক্রবর্তী (Lily Chakraborty)। সঙ্গে রয়েছেন অনিন্দিতা বোস, সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়, আর জে জিনিয়া, অরিন্দম ঘোষ সহ আরো অনেকে। অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় জানালেন এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করার সুযোগ যে কোন অভিনেতার কাছেই সারাজীবনের স্বপ্ন। 

Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *