বিশিষ্ট অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় অসুস্থ
RBN Web Desk: অসুস্থ বিশিষ্ট অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় (Madhabi Mukherjee)। সর্দি-কাশিতে ভুগছেন তিনি। জ্বরও রয়েছে তাঁর। তবে হাসপাতালে ভর্তি করতে হয়নি তাঁকে। লেক গার্ডেন্সে মেয়ের বাড়িতেই আছেন তিনি। অসুস্থতার জন্য শ্যুটিং বাতিল করতে হয়েছে বলে জানা গিয়েছে।
সংবাদমাধ্যমকে মাধবী জানিয়েছেন, কয়েকদিন আগে ঢাকুরিয়া এলাকায় মৃণাল সেনের ১০০ বছরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে খোলা মাঠে একটি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে গিয়েই তাঁর ঠান্ডা লাগে তাঁর। ঠান্ডা হাওয়াও বইছিল মাঠজুড়ে। এরপরেই অসুস্থ হয়ে পড়েন তিনি।
আরও পড়ুন: কিছু বিক্ষিপ্ত ঘটনার কোলাজ
দীর্ঘ অভিনয় জীবনে ঋত্বিক ঘটক (Ritwik Ghatak), সত্যজিৎ রায় (Satyajit Ray), মৃণাল সেন (Mrinal Sen) ও তপন সিংহের মতো পরিচালকদের সঙ্গে কাজ করেছেন মাধবী। সত্যজিতের ‘মহানগর’, ‘চারুলতা’ ও ‘কাপুরুষ’ ছবিতে অভিনয় করেন তিনি।
গতবছর একাধিক শারীরিক সমস্যা নিয়ে টানা ২৩ দিন হাসপাতালে ছিলেন ৮১ বছর বয়সী অভিনেত্রী।
ছবি: টিভি ৯