সবার শেষে নাম, শাহরুখ খান অকৃতজ্ঞ: অভিজিৎ
RBN Web Desk: শাহরুখ খান অকৃতজ্ঞ, সম্প্রতি সংবাদমাধ্যমের সাথে এক আলাপচারিতায় অভিযোগ করলেন গায়ক অভিজিৎ ভট্টাচার্য। শাহরুখের লিপে একাধিক মেগাহিট গান আছে অভিজিতের। ইন্ডাস্ট্রিতে অনেকেই মনে করেন অভিজিতের গানই পর্দায় সবথেকে মেশি মানায় শাহরুখকে।
কিন্তু কেন এমন মন্তব্য তাঁর?
অভিজিৎ জানালেন, ফারাহ খানের পরিচালনায় ম্যায় হু না (২০০৪) ও ওম শান্তি ওম (২০০৭) ছবিতে গান গেয়েছিলেন তিনি। দুটি ছবিই ছিল শাহরুখের প্রযোজনা এবং মুখ্য ভূমিকায় ছিলেন তিনিই। কিন্তু দুটি ছবিতেই সবার শেষে—এমন কি স্পট বয় ও হেয়ার ড্রেসারেরও পরে—তাঁর নাম দেখানো হয়। এত বছর শাহরুখের জন্য এত হিট গান গেয়ে তাঁর কাছ থেকে এরকম ব্যবহার আশা করেননি তিনি। এই অভিজ্ঞতার পরই তিনি শাহরুখের জন্য গান গাওয়া ছেড়ে দেন। শাহরুখকে তাই এখন লুঙ্গি ড্যান্সের মত গানে লিপ দিয়ে হাততালি কুড়োতে হয়, দাবী অভিজিতের।
সন্ন্যাসী রাজা, নাকি রাজকীয় প্রতারক?
উল্লেখ্য, ১৯৯৮ সালে পরিচালক আজ়িজ় মির্জ়ার ইয়েস বস ছবিতে ম্যায় কোই অ্যায়সা গীত-এর জন্য তাঁর একমাত্র ফিল্মফেয়ার পুরস্কারটি পান অভিজিৎ। পর্দায় সেই গানে লিপ দিয়েছিলেন শাহরুখ।
ছবি: আনন্দবাজার পত্রিকা