ওয়েব সিরিজ় মানেই শেষ হয়েও হইল না শেষ: ঋতব্রত
RBN Web Desk: করোনার দাপটে বহুদিন বন্ধ থাকার পর অবশেষে টালিগঞ্জে শুটিং চালু হয়েছে। এই অবস্থায় গোটা ইউনিট নিয়ে বাইরে শুট করা সমস্যার বলেই পরিচালক অভিনন্দন দত্ত বেছে নিয়েছেন ওয়েব সিরিজ় ‘উৎসব-এর পরে’। এই সিরিজ়ের অন্যতম মুখ্য চরিত্রে রয়েছেন ঋতব্রত মুখোপাধ্যায়।
সম্পূর্ণ সিরিজ়টা শুট করা হচ্ছে বেলগাছিয়া রাজবাড়িতে। শুটিংয়ের ফাঁকেই রেডিওবাংলানেট-কে ঋতব্রত জানালেন “এটা আমার কাছে একেবারেই নতুন একটা অভিজ্ঞতা। এর আগে পর্যন্ত যা কাজ করেছি তাতে আউটডোরই বেশি ছিল। এই প্রথমবার করোনার কল্যাণে এরকম একটা অভিজ্ঞতা হলো।”
এই প্রথম কোনও ওয়েব সিরিজ়ে কাজ করছেন ঋতব্রত। সেই প্রসঙ্গে জানালেন, “এখানে অনেক কিছু মাথায় রাখতে হচ্ছে। ছবিতে যেমন আমরা দৃশ্য পাই—এখন তিপ্পান্ন নম্বর সিনটা হবে—এখানে মাথায় রাখতে হচ্ছে কোন এপিসোডের কোন দৃশ্যের পরে কোন দৃশ্যটা আসবে। মানে সেটা এভাবে আসছে যে সাত নম্বর এপিসোডের বারো নম্বর সিন হবে এবার। এটা নিজেকে বুঝে নিতে হচ্ছে। এটাও আমার কাছে নতুন।”
আরও পড়ুন: টেলিভিশনে ইন্দ্রাণী দত্ত, কীভাবে এগোবে গল্প?
এই সিরিজ়ের মাধ্যমে ঋতুপর্ণ ঘোষের ‘উৎসব’কে ট্রিবিউট দিতে চলেছেন অভিনন্দন। তবে এ ক্ষেত্রে এক পুজোবাড়ির ঘটনা ছাড়া দুটি গল্পে তেমন কোনও মিল নেই বলে জানালেন ঋতব্রত। “এটা একেবারেই কলকাতা কেন্দ্রিক একটা গল্প। ওয়েব সিরিজ় হলেও কাজটা ছবির মতো করেই করা হচ্ছে। অভিনন্দনদাকে অনেকদিন ধরে চিনি। ‘দুর্গা সহায়’, ‘ঘরে বাইরে আজ’ ছবিতে একসঙ্গে কাজও করেছি। তাই বোঝাপড়ায় কোনও সমস্যা হচ্ছে না। ও কাজটা খুব গুছিয়ে কাজটা করে। তাই অভিনেতাদের কাজটা অনেক সহজ হয়ে যায়।”
ওয়েব সিরিজ়ে যেহেতু রয়েসয়ে কাজ করা যায় তাই অনেকটা শেষ হয়েও হইল না শেষের মতো একটা ব্যাপার থাকে বলে মনে করেন ঋতব্রত। “দর্শক আশা করে থাকেন হয়তো গল্প এখনও কিছুটা বাকি আছে। এই ব্যাপারটার জন্য ওয়েব সিরিজ়ে কাজ করতে খুব ভাল লাগছে” জানালেন ঋতব্রত।