রিয়ার ও পরিবারের সবার বৈদ্যুতিন যন্ত্র বাজেয়াপ্ত
RBN Web Desk: রিয়া চক্রবর্তী সহ তাঁর বাবা ইন্দ্রজিৎ ও ভাই শৌভিকের সব বৈদ্যুতিন যন্ত্র বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)। সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলা সংক্রান্ত জেরায় আজ মুম্বইয়ে ইডি দফতরে তৃতীয়বারের জন্য হাজিরা দেন তাঁর বান্ধবী রিয়া। জিজ্ঞাসাবাদের পর তাঁর দুটি মোবাইল ফোন ও ল্যাপটপ বাজেয়াপ্ত করে ইডি। এছাড়া শৌভিক ও ইন্দ্রজিতের মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়। তাঁদের ব্যবহৃত আরও দুটি আইপ্যাড ও দুটি ল্যাপটপ বাজেয়াপ্ত করে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানা গেছে।
এর আগে গতকাল চক্রবর্তী পরিবারকে টানা ১০ ঘন্টা জেরা করা হয় । ৯ আগস্ট ১৮ ঘন্টা জেরা করা হয় শৌভিককে।
আজ ইডি দফতরে সুশান্তের দিদি মিতু সিংকেও ডেকে পাঠানো হয়। এছাড়া সকালেই ইডি দফতরে হাজিরা দেন সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিঠানী ও অভিনেতার প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদী। এর আগেও শ্রুতিকে ডেকে পাঠানো হয়েছিল। ইডি সূত্রে জানা গেছে যে তাঁর বয়ান ও রিয়ার বয়ানে অনেক অসঙ্গতি পাওয়া গেছে।
আরও পড়ুন: ভিন্ন সম্পর্কের সমীকরণ নিয়ে সায়ন্তনী-প্রান্তিকের ‘চাঁদের হাসি’
ইডি সূত্রের দাবি, রিয়া তদন্তে সাহায্য করছেন না। বেশিরভাগ প্রশ্নের উত্তরই মনে নেই, জানি না বলে এড়িয়ে যাচ্ছেন।
এদিকে রিয়ার বিরুদ্ধে ওঠা টাকা তছরূপের অভিযোগ নিয়ে শ্রুতি ইডিকে জানিয়েছেন, সুশান্তের যাবতীয় আর্থিক সিদ্ধান্ত নিতেন রিয়া।