সৃজিতের সিরিজ়ে গুরুত্বপূর্ণ চরিত্রে রাহুল
RBN Web Desk: সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘ফেলুদার গোয়েন্দাগিরি’ ওয়েব সিরিজ়ের প্রথম সিজ়নে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন রাহুল বন্দ্যোপাধ্যায়। সত্যজিৎ রায়ের ফেলুকাহিনী ‘দার্জিলিং জমজমাট’ নিয়ে সিরিজ় করছেন সৃজিত। ফেলু, তোপসে ও জটায়ুর ভূমিকায় থাকছেন টোটা রায়চৌধুরী, কল্পন মিত্র ও অনির্বাণ চক্রবর্তী।
‘দার্জিলিং জমজমাট’-এ জটায়ুর লেখা ‘নরকের নাম কারাকোরাম’ গল্প থেকে ছবির শুটিং দেখতে ও ছুটি কাটাতে দার্জিলিংয়ে উপস্থিত হয় ফেলু, তোপসে ও জটায়ু। সেই ছবির পরিচালক পুলক ঘোষালের চরিত্রে অভিনয় করছেন রাহুল। সন্দীপ রায় পরিচালিত ‘বোম্বাইয়ের বোম্বেটে’ (২০০৩) ছবিতে এই চরিত্রে অভিনয় করেছিলেন পরাণ বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি
এর আগেও সৃজিতের পরিচালনায় কাজ করেছেন রাহুল। সৃজিতের ‘জাতিস্মর’, ‘চতুষ্কোণ’ ও ‘জুলফিকর’-এ ছিলেন তিনি।
এদিকে সত্যজিতের কাহিনী অনুযায়ী, ‘নরকের নাম কারাকোরাম’ অবলম্বনে পুলক ঘোষাল পরিচালিত ছবিতে ভিলেনের ডানহাত অঘোরচাঁদ বাটলিওয়ালার চরিত্রে অভিনয় করেছিলেন জটায়ু। তাই এবার জটায়ু ছাড়াও অঘোরচাঁদের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অনির্বাণকে।