সত্যজিৎ বর্ণিত প্রযুক্তি অবলম্বনেই অভিনব প্রচার ‘এল্‌ ডোরাডো’র

কলকাতা: নিজের অলৌকিক ক্ষমতাবলে কৃত্রিম দৃশ্যকল্প তৈরী করে এল ডোরাডোর বাস্তবতা প্রমাণ করে দিয়েছিলেন নকুড়বাবু। ওপর থেকে দেখা সেই সোনার শহরকে সত্যি ভেবে ধরে নেয় সলোমন ব্লুমগার্টেন ও তার দলবল। এল ডোরাডোকে হাতের সামনে পেয়ে, সোনার লোভে হেলিকপ্টার থেকে নেমে তারা ঢুকে গিয়েছিল আমাজ়নের গভীর জঙ্গলে। পরে এক উল্কাপাতে ধ্বংস হয়ে যায় জঙ্গলের সেই অংশ। সত্যজিৎ রায়ের লেখা ‘নকুড়বাবু ও এল ডোরাডো’ কাহিনীর সমাপ্তি এখানেই।

১৯৮০ সালে প্রথম প্রকাশিত হয় ‘নকুড়বাবু ও এল ডোরাডো’। সত্যজিতের লেখায় কৃত্রিম দৃশ্যকল্পের তৈরী সেই সময় অলৌকিক মনে হলেও আজ তা ঘোর বাস্তব, যার পোশাকী নাম অগমেন্টেড (বর্ধিত) রিয়্যালিটি। ‘নকুড়বাবু ও এল ডোরাডো’ অবলম্বনে সন্দীপ রায়ের ছবি ‘প্রোফেসর শঙ্কু ও এল্‌ ডোরাডো’ প্রচারের ক্ষেত্রে সত্যজিৎ বর্ণিত সেই অগমেন্টেড রিয়্যালিটি থেকে আরও একধাপ এগিয়ে ভারচুয়াল রিয়্যালিটির সাহায্য নিল প্রযোজনা সংস্থা। অগমেন্টেড রিয়্যালিটি হলো এমন এক কল্পদৃশ্য যেখানে সামনে দাঁড়িয়ে কোনও ঘটনাকে দেখা যায়, যেমন নকুড়বাবু দেখাতেন। অন্যদিকে ভারচুয়াল রিয়্যালিটিতে দর্শক নিজেই ওই ঘটনায় উপস্থিত থাকতে পারেন। আজ শহরে এই সংক্রান্ত এক অনুষ্ঠানে সন্দীপ ছাড়াও উপস্থিত ছিলেন ছবির সঙ্গে যুক্ত শিল্পী ও কলাকুশলীরা।

আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল

সংস্থার দাবী, ভারতে এই প্রথম কোনও ছবির প্রচারের ক্ষেত্রে ভারচুয়াল রিয়্যালিটি ব্যবহার করা হচ্ছে। ছবি মুক্তির আগে দর্শক নিজেরাই পরখ করে দেখেতে পারবেন এই প্রযুক্তি।

ঠিক কী ভাবে দেখা যাবে সেটা?

সায়েন্স সিটি, লেক মল ও শহরের আরও বিভিন্ন স্থানে রাখা থাকবে ‘প্রোফেসর শঙ্কু ও এল্‌ ডোরাডো’র অগমেন্টেড রিয়্যালিটি হেডসেট। সেটি পরলেই চোখের সামনে ফুটে উঠবে শঙ্কুর ল্যাবরেটরি। হেঁটে চলে এমনকি কল্পনায় ছুঁয়েও দেখা যাবে প্রহ্লাদ, রোবু, নিউটনকে।

আরও পড়ুন: তিন মূর্তি ও পায়ের তলায় সরষে

এছাড়া থাকছে শঙ্কু ফ্লিপবুকও। ২০ পাতার এই ইন্টারঅ্যাকটিভ বইটি শঙ্কু অ্যাপের মাধ্যমে খুললেই দেখা যাবে ছবির ট্রেলার, স্থিরচিত্র ও কমিক্‌স। থাকবে শঙ্কুর অভিনব সব আবিস্কারের ছবি, যেমন অ্যানাইহিলিন পিস্তল, ওমনিস্কোপ, ও মিরাকিউরল বড়ি। তবে অ্যাপ ছাড়া খালি চোখে খুললে দেখা যাবে না কিছুই।   

‘প্রোফেসর শঙ্কু ও এল্‌ ডোরাডো’র নাম ভূমিকায় অভিনয় করেছেন ধৃতিমান চট্টোপাধ্যায়। শঙ্কুর পড়শি নকুড়বাবুর চরিত্রে দেখা যাবে শুভাশিস মুখোপাধ্যায়কে। প্রহ্লাদের চরিত্রে থাকছেন উদয়শঙ্কর পাল।

২০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ছবিটি।

ছবি: সবুজ দাস

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *