‘মহীনের ঘোড়াগুলি’র অন্যতম প্রতিষ্ঠাতা তাপস দাস প্রয়াত
RBN Web Desk: চলে গেলেন ‘মহীনের ঘোড়াগুলি’র অন্যতম প্রতিষ্ঠাতা তাপস দাস ওরফে বাপিদা। বহুদিন ধরে ফুসফুসের ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে জীবনযুদ্ধে পরাজিত হলেন তিনি। আজ সকাল সাড়ে ন’টা নাগাদ এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাপিদা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
১৯৭৫ সালে তৈরি হয় বাংলার প্রথম রক ব্যান্ড ‘মহীনের ঘোড়াগুলি’। দীর্ঘ ৪৭ বছর পেরিয়েও আজও লোকমুখে ফেরে ‘শহরের উষ্ণতম দিনে’, ‘পৃথিবীটা নাকি’, ‘ঘরে ফেরার গান’, ‘আমার প্রিয় ক্যাফে’, ‘মানুষ চেনা দায়’, ‘তাকে তাড়াই যত দূরে’, ‘হায় ভালোবাসি’র মতো বহু কালজয়ী গান।
আরও পড়ুন: আবার বছর দশেক পর লক্ষ্মীছাড়ার নতুন অ্যালবাম
ফুসফুসের ক্যান্সারের তৃতীয় স্টেজে ছিলেন বাপিদা। অর্থের অভাবে ঠিকমতো চিকিৎসা করাতে পারেননি একসময়। এই দুরারোগ্য ব্যাধির বিপুল খরচের নতিস্বীকার করতে বাধ্য হন তাঁর পরিবারের সদস্যরা। ঠিক সেই সময়ে তাঁর পাশে এসে দাঁড়ায় প্রেসিডেন্সি কলেজের একদল পড়ুয়া। তাঁদের উদ্যোগে, চিকিৎসার খরচ তোলার জন্য এক মঞ্চে অনুষ্ঠান করেন রূপঙ্কর বাগচী, অনিন্দ্য চট্টোপাধ্যায়, প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়রা। পরে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমেও অর্থ সংগ্রহ করা হয়। তবু কর্কটরোগের মতো ব্যায়বহুল চিকিৎসার ক্ষেত্রে তা ছিল অপ্রতুল। পরে পশ্চিমবঙ্গ সরকারের তরফে তাঁর চিকিৎসার দায়িত্ব নেওয়া হয়।
তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাপিদার উদ্দেশ্যে টুইটে তিনি জানান, “তাপস দাসের (বাপিদার) মৃত্যুতে শোকাহত। তিনি ভারতের প্রথম বাংলা রক ব্যান্ড ‘মহীনের ঘোড়াগুলি’র সদস্য ছিলেন।”
প্রয়াত শিল্পীর স্ত্রী, পরিবার, অনুরাগী এবং কাছের মানুষদের সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।