৪৩ দেশের অংশগ্রহণে শহরে আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র উৎসব

কলকাতা: এবার কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে ‘ক্যালকাটা ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২০’। তিনদিনব্যাপী এই আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র উৎসবে চারটি বিভাগে মোট ৪৩টি দেশ অংশগ্রহণ করতে চলেছে। সম্প্রতি শহরের এক প্রেক্ষাগৃহে উৎসবের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কমলেশ্বর মুখোপাধ্যায়, বিশ্বনাথ বসু, প্রিয়াঙ্কা মণ্ডল, তথাগত ঘোষ ও লুব্ধক চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে উৎসবের একটি ট্রেলার প্রকাশিত হয়। সদ্যপ্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে একটি স্বল্পদৈর্ঘ্যের ট্রিবিউট ভিডিও-ও প্রকাশ করা হয়। অনুষ্ঠিত হয় স্বল্পদৈর্ঘ্যের ছবি বিষয়ক একটি আলোচনাসভাও। 

‘ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম সোসাইটি’ (আইএফএস) আয়োজিত এই উৎসবের প্রথম মরসুম অনুষ্ঠিত হবে অনলাইনে। ২০১৯-এর জানুয়ারিতে পরিচালক মৃণাল সেন পরিচালিত স্বল্পদৈর্ঘ্যের ছবি দিয়ে আইএফএসের যাত্রা শুরু হয়। কলকাতাসহ সারা পৃথিবীতে বিশ্বমানের ছবি পৌঁছে দিতেই তাঁদের এই উদ্যোগ। উৎসবের আগের এক সপ্তাহজুড়ে চলবে ছবি সংক্রান্ত মাস্টারক্লাস ও ওয়ার্কশপ। ফ্রানজ় কাফকার রচনা অবলম্বনে কমলেশ্বর মুখোপাধ্যায়ের ছবি ‘দ্য হাঙ্গার আর্টিস্ট’ দিয়ে উৎসব শুরু হবে। এই ছবিতে অভিনয়ে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, প্রিয়াঙ্কা মণ্ডল ও বিশ্বনাথ বসু।

আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ

এবারের উৎসবে শর্ট ফিকশন, অ্যানিমেশন, ডকুমেন্টরি ও এক্সপেরিমেন্টাল, এই চারটি বিভাগে মোট ৯৬টি ছবি দেখানো হবে। ভারত ছাড়াও ইরান, ইজ়রায়েল, যুক্তরাজ্য, বুলগেরিয়া, জার্মানি, মিশর, মার্কিন যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, ফ্রান্স, স্পেন, ইতালি, মেক্সিকো, ব্রাজিল, তাইল্যান্ড, গ্রিস, পর্তুগাল ও কানাডার মতো দেশের ছবি থাকছে। 

১৮ থেকে ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ‘ক্যালকাটা ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল’। 

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *