শতদ্রুর কঠিন চ্যালেঞ্জের মুখে বীণা, বড় ভূমিকা সোশ্যাল মিডিয়ার
RBN Web Desk: গ্রামের সাধারণ মেয়ে বীণাপাণি। সে অত্যন্ত গুণী এবং জেদি। একা হাতে নিজের গ্রামের উন্নয়নের জন্য বীণা সমাজের মাথাদের সঙ্গে লড়াই করে। নেটদুনিয়াতেও যথেষ্ট সক্রিয় বীণা। সোশ্যাল মিডিয়ায় তার পরিচিতদের সঙ্গে সে প্রায়ই গ্রামের উন্নয়নের বেশ কিছু ছবি শেয়ার করে। সেই ছবির মধ্যে যেমন রয়েছে প্রকৃতির রোষের সঙ্গে গ্রামের মানুষদের মোকাবিলা, রাস্তাঘাটের উন্নয়ন, তেমনই রয়েছে চাষের জমিতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে ফলন বাড়ানোর মতো প্রক্রিয়াও।
বীণার গ্রামের লাগোয়া শহরে থাকে শতদ্রু। সে কর্পোরেট জগতের এক বড় মাথা। ধনী ব্যবসায়ী শতদ্রু শক্তি রাইস অ্যান্ড ফ্লাওয়ার কোম্পানির মালিক। গ্রামবাসীদের ফলনের লভ্যাংশ পেতে দেরি হওয়ায় শতদ্রুর প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেয় বীণা। তার নেতৃত্বে এই প্রতিবাদে বিরক্ত হয়ে শতদ্রু বীণাপাণিকে এই কোম্পানিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়।
আরও পড়ুন: ‘নৈবেদ্য’ নিয়ে এলেন মেখলা
বীণা কি শক্তি রাইস অ্যান্ড ফ্লাওয়ার কোম্পানি ঠিকভাবে চালিয়ে গ্রামবাসীদের ন্যায্য পাওনা মেটাতে পারবে? তার হাতে কোম্পানির হাল ছেড়ে দেওয়ার পেছনে শতদ্রুর উদ্দেশ্যই বা কী? শতদ্রু ও বীণাপাণি কি কোনও মধ্যস্থতায় আসতে পারবে? এই সব প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে নতুন ধারাবাহিক ‘গ্রামের রাণী বীণাপাণি’-তে। এই ধারাবাহিকের নামভূমিকায় অভিনয় করছেন অ্যান মেরি টম। শতদ্রুর চরিত্রে রয়েছেন হানি বাফনা।
গ্রামের মেয়েদের ব্যাপারে এতদিন সাধারণের মনে যে ধারণা ছিল, সেগুলোই বদলে দেবে এই ধারাবাহিক, দাবি চ্যানেল কর্তৃপক্ষের। গ্রামের মানুষদের মধ্যেও যে গুণপনার অন্ত নেই, তা দেখানোর জন্যই এই প্রচেষ্টা। বীণাপাণির বিশেষত্ব হলো, সে তার কাজের জন্য যে সাহায্যের দরকার, তা সোশ্যাল মিডিয়া থেকে পায়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও যে শাসনযন্ত্রে বদল আনা যায়, তা দেখানোর জন্য এরকমই একটা চরিত্রের প্রয়োজন ছিল বলে মনে করছেন চ্যানেল কর্তৃপক্ষ।
৮ মার্চ থেকে স্টার জলসায় শুরু হতে চলেছে ‘গ্রামের রাণী বীণাপাণি’।