নতুন ছবির নাম ঘোষণা করলেন সলমন
RBN Web Desk: গোটা দেশেই সারাবছর বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে ছবি মুক্তি পেয়ে থাকে। বাংলায় যেমন পুজোর মরশুমে একাধিক বড় ব্যানারের ছবি মুক্তি পায়। আবার ঈদের মরসুম মানেই বড়পর্দায় সলমন খান (Salman Khan) অভিনীত ছবির আবির্ভাব। তবে এবার ঈদে সলমনের কোনও ছবি প্রেক্ষাগৃহে আসেনি। এ বছর ঈদে মুক্তি পেয়েছে ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ ও ‘ময়দান’ (Maidaan)।
তবে উৎসবের দিনে তাঁর ভক্তদের নিরাশ করেননি সলমন। গতকালই নতুন ছবির নাম ঘোষণা করেছেন তিনি। পরিচালক অরুণাচলম মুরুগাদসের (AR Murugadoss) ছবি ‘সিকন্দর’-এর (Sikandar) নামভূমিকায় অভিনয় করতে চলেছেন তিনি। আগামী বছর ঈদে ছবিটি মুক্তি পাবে। এই প্রথম মুরুগাদসের পরিচালনায় কাজ করতে চলেছেন সলমন।
আরও পড়ুন: ডুংরুতেই ভরসা রাখছেন সন্দীপ রায়
সলমনের ভাই সোহেল খান পরিচালিত ‘জয় হো’ (Jai Ho) ছবির লেখক ছিলেন মুরুগাদস। সেই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছিলেন সলমন। ২০০৮ সালে আমির খান, আসিন থোট্টুমকল ও জিয়া খান অভিনীত ‘গজনি’ (Ghajini) ছবিরও পরিচালক ছিলেন তিনি।