শ্যুটিং বন্ধ ভূমিকন্যার
RBN Web Desk: আবার সংকট স্টুডিয়োপাড়ায়। এবার বন্ধ হল ভূমিকন্যা ধারাবাহিকের শ্যুটিং। আগস্টে ছ’দিন টেলিভিশন ইন্ডাস্ট্রিতে ধর্মঘটের জেরে যখন সব ধারাবাহিকেই পুরনো পর্ব দেখানো হচ্ছিল, তখন কেবলমাত্র ভূমিকন্যা ও দেবী চোধুরানী প্রতিদিনই নতুন এপিসোড দেখিয়ে গেছে। হাতে পর্যাপ্ত এপিসোড থাকায় সম্প্রচারে কোনও বাধা হয়নি এই দুটি ধারাবাহিকের।
তাহলে এখন ঝামেলা কি নিয়ে?
ভূমিকন্যার প্রযোজক অরিন্দম শীল সংবাদমাধ্যমকে জানালেন, কিছু জুনিয়র আর্টিস্টের শেষভাগের পেমেন্ট বাকি রয়েছে। তিনি কথা দিয়েছেন ৭-৮ সেপ্টেম্বরের মধ্যে সমস্ত বকেয়া মিটিয়ে দেবেন। কিন্ত তা সত্ত্বেও তারা কাজ করতে রাজি না হওয়ায়, শ্যুটিং বন্ধ করা ছাড়া আর কোনও উপায় ছিল না তাঁর, দাবী অরিন্দমের।
নীরবতার মাঝে অন্য প্রেমের ছবি, মুক্তি পেল টিজ়ার
সূত্রের খবর, বানতলার এক স্টুডিয়োতে প্রায় ৪৫ জন জুনিয়র আর্টিস্ট নিয়ে কাজ চলছিল ভূমিকন্যার। পেমেন্ট বাকি, এই খবর চাউর হতেই এই ধারাবাহিকের সাথে যুক্ত কলাকুশলীদের কাছে কাজ বন্ধ করার মৌখিক নির্দেশ পাঠিয়ে দেয় ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ন্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া। অরিন্দম অতঃপর প্রযোজকদের সংগঠন ওয়েলফয়ার অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন প্রোডিউসার্স-কে জানিয়ে দেন যে ফেডারেশনের নির্দেশে তিনি শ্যুটিং বন্ধ করতে বাধ্য হচ্ছেন।
অরিন্দমের দাবী, শ্যুটিং বন্ধের কারণে তাঁর কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তা হলে এত মিটিং করে ইন্ডাস্ট্রির সব পক্ষকে নিয়ে যৌথ কমিটি করে কি লাভ হল, প্রশ্ন ক্ষুব্ধ অরিন্দমের।
তৈরি হল না যে ঘরে বাইরে
ফেডারেশনের তরফে সিনিয়র আধিকারিক অপর্ণা ঘটক জানালেন, কোনও একটি অংশের শ্যুটিং শেষ হওয়ার সাতদিনের মধ্যে পারিশ্রমিক মিটিয়ে দেওয়ার কথা। এ ক্ষেত্রে সেটা ন’দিন হয়ে গেছে। টাকা বকেয়া থাকা সত্ত্বেও কলাকুশলীরা প্রতিদিনিই ঠিক সময়ে সেটে পৌঁছে তাঁদের নির্দিষ্ট কাজ করেছেন। কিন্তু কবে এই বকেয়া মেটানো হবে, এই সংক্রান্ত কোনও চিঠি বা ইমেল প্রযোজক সংস্থার তরফ থেকে ফেডারেশনকে পাঠানো হয়নি। উল্টে এই ব্যাপারে প্রশ্ন করতে গেলে প্রযোজক শ্যুটিং বন্ধ করে দেন, দাবী অপর্ণার। পাওনা টাকা চাওয়া কি কোনও অপরাধ, প্রশ্ন তাঁর।