নিজেকে সবরকমভাবে ভাঙতে প্রস্তুত: অঙ্গনা
খুব ছোটবেলায় তরুণ মজুমদারের ‘আলো’ ছবিতে একটি ছোট্ট চরিত্রে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। তখন তাঁর বয়স পাঁচ। তারপর দীর্ঘ বিরতির পর ওয়েব সিরিজ়ের মাধ্যমে ফিরে এলেন এই মুহূর্তে বাংলা ডিজিট্যাল চ্যানেলের চেনা মুখ ‘তানসেনের তানপুরা’র রোহিণী। রেডিওবাংলানেট-এর সঙ্গে কথা বললেন অভিনেত্রী অঙ্গনা রায়।
তরুণবাবুর ছবিতে অভিনয় করার সুযোগ কীভাবে এল?
“আমাকে শুধু হাসতে বলা হয়েছিল,” জানালেন অঙ্গনা। “ওই হাসি দেখেই উনি আমাকে চরিত্রটার জন্য নির্বাচন করেছিলেন। আলোর মেয়ে, যে শেষ দৃশ্যে দোলনায় দুলছে আর হাসছে, সেই চরিত্রের জন্য একজনকে খোঁজা হচ্ছিল। খিলখিলিয়ে হাসতে পারে এমন কোনও মেয়েকে তিনি খুঁজছিলেন। সেই অডিশনে আমি পাশ করে যাই।”
২০০৩ সালে মুক্তি পেয়েছিল ‘আলো’। এরপর পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন অঙ্গনা। ২০১৮-তে দিয়ে ‘সেই যে হলুদ পাখি’ সিরিজ়ে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের মেয়ের চরিত্রে অভিনয় করেন তিনি। “এর মধ্যে আরও বেশ কিছু অডিশন দিই। এরপর ‘পাপ’ সিরিজ়ে কাজ করার সুযোগ পাই। তার ঠিক দু’মাসের মাথায় ‘তানসেনের তানপুরা’ সিরিজ়ে রোহিণীর চরিত্রে অভিনয় করার প্রস্তাব পাই,” জানালেন অঙ্গনা।
‘তানসেনের তানপুরা’ নিঃসন্দেহে তাঁর কেরিয়ারে খুব বড় মোড় ছিল বলে মনে করেন অঙ্গনা। “এতজন সিনিয়র শিল্পীর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলাম। তাছাড়া ২০২০-তে করোনাকালীন লকডাউনে সিরিজ়টা মুক্তি পাওয়ায় খুব ভালো ফল পেয়েছিলাম আমরা। আমার চরিত্রটা যে দর্শকদের এত ভালো লাগবে আগে থেকে ধারণাই করতে পারিনি।”
আরও পড়ুন: বেহিসেবী জীবনযাপন, আজ স্মৃতির অতলে সৌমিত্র
গত বছর একটি হিন্দি সিরিজ়ের জন্য অডিশন দিয়েছিলেন অঙ্গনা। দেবালয় ভট্টাচার্যের পরিচালনায় এপ্রিলে সেটার কিছুটা শ্যুটিং হয়েছে বলে জানালেন অভিনেত্রী। “এছাড়াও ‘মিসেস আন্ডারকভার’ নামে একটা হিন্দি ছবি করেছি। এটায় এক সিক্রেট এজেন্টের চরিত্রে আমাকে দেখা যাবে। এই ছবিতে আমার সঙ্গে রয়েছেন রাধিকা আপ্তে, সুমিত ব্যস, রাজেশ শর্মা, সাহেব চট্টোপাধ্যায় ও লাবনী সরকার।”
সম্প্রতি ‘শ্রীকান্ত’ ওয়েব সিরিজ়ে কাজ করে প্রশংসা পেয়েছেন অঙ্গনা। সেই প্রসঙ্গে জানালেন, “ভালোমন্দ নানারকমের প্রতিক্রিয়া পাই একটা সিরিজ় আসার পর। তবে আমি রাজলক্ষ্মীর ছোটবেলার চরিত্রটা করেছিলাম, ওটার জন্য প্রচুর মানুষের কাছে খুব ভালো প্রতিক্রিয়া পেয়েছি।”
আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ
শিলাদিত্য মৌলিকের আগামী ছবি ‘লুকোচুরি’তে প্রথমবার মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অঙ্গনাকে। এছাড়া সায়ন্তন ঘোষালের ওয়েব সিরিজ় ‘রক্তকরবী’তেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তিনি। বাংলার পাশাপাশি হিন্দিতেও বেশ কিছু কাজ করছেন এখন।
“বাংলা এবং হিন্দি দুই ইন্ডাস্ট্রিতেই একসঙ্গে কাজ করতে চাই। এর বাইরে আরও কিছু ভাষা শিখতে চাই আমি। দক্ষিণেও কাজ করার ইচ্ছা রয়েছে। “‘পাপ’ করার সময় আমাকে ওজন কমাতে হয়েছিল অনেকটাই। আবার ‘তানসেনের তানপুরা’র সময় ওজন বাড়িয়ে নিয়েছিলাম প্রয়োজন মতো। কাজেই চরিত্রের প্রয়োজনে নিজেকে সবরকমভাবে ভাঙতে আমি প্রস্তুত,” বললেন অভিনেত্রী।