কার সঙ্গে লড়েছিলেন অক্ষয়? জানালেন নিজেই
RBN Web Desk: দেখতে-দেখতে ২৫ বছরে পা দিল ‘খিলাড়িওঁ কা খিলাড়ি’। ১৯৯৬ সালের ১৪ জুন মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার, রবিনা ট্যান্ডন, রেখা, গুলশন গ্রোভার অভিনীত এই ছবি। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন ইন্দর কুমার ও দেবেন বর্মা।
তবে এই ছবির কেন্দ্রীয় আকর্ষণ ছিল অক্ষয়ের সঙ্গে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেনমেন্টের কুস্তিগীর আন্ডারটেকারের লড়াই। এছাড়াও গোটা ছবি জুড়ে ছিল একাধিক দুরন্ত অ্যাকশন দৃশ্য। বক্স অফিসেও সাফল্য পেয়েছিল ‘খিলাড়িওঁ কা খিলাড়ি’।
আরও পড়ুন: শেষ দৃশ্যে ভাঙা হোল্ডার, সত্যজিতের জয়জয়কার
কিন্তু সত্যিই কি আন্ডারটেকারের সঙ্গে লড়েছিলেন অক্ষয়? ‘খিলাড়ি’ নিজেই এই প্রশ্নের উত্তর দিয়েছেন।
ইনস্টাগ্রামে আজ একটি মিম পোস্ট করেছেন অক্ষয়। তাতে লিখেছেন, ‘আন্ডারটেকারকে হারিয়ে থাকলে হাত তুলুন’। অক্ষয়ের নিজের ছবিও রয়েছে সেখানে।
তবে অক্ষয় সেই পোস্টেই জানিয়েছেন যে ‘খিলাড়িওঁ কা খিলাড়ি’তে আন্ডারটেকারের ভূমিকায় অভিনয় করেছিলেন পেশাদার কুস্তিগীর ব্রায়ান লি।