ছবি না দেখেই বিতর্কিত মন্তব্য করা কিছু মানুষের স্বভাব: অজয় দেবগন

কলকাতা: এ দেশে ছবি না দেখেই বিতর্কিত মন্তব্য করা কিছু মানুষের স্বভাব, এমনটাই বললেন হিন্দী ছবির জনপ্রিয় অভিনেতা অজয় দেবগন। পরিচালক ওম রাউতের ছবি ‘তানাজি’র নাম ভূমিকায় অভিনয় করছেন অজয়। তিনি ছাড়াও এই ছবিতে রয়েছেন সইফ আলি খান, কাজল, লিউক কেনি, পঙ্কজ ত্রিপাঠী ও শরদ কেলকর।

সপ্তদশ শতাব্দীর শেষদিকে মোঘল সম্রাট ঔরঙ্গজ়েব মহারাষ্ট্রের কোন্ধানা পাহাড়ে অবস্থিত দুর্গম সিংহগড় কেল্লাকে তাঁর দক্ষিণাত্যের রাজধানী হিসেবে ঘোষণা করেন। দক্ষিণ ভারতে ঔরঙ্গজ়েবের সাম্রাজ্য বিস্তার রুখতে ছত্রপতি শিবাজী তাঁর সেনাপতি তানাজি মালাসুরের নেতৃত্বে কেল্লা দখল করতে একটি সৈন্যদল পাঠান। ৪ ফেব্রুয়ারী ১৬৭০ সালে মারাঠা ও মোঘল সেনার মধ্যে কেল্লা নিয়ন্ত্রণের লক্ষ্যে এক ঘোরতর যুদ্ধ হয় যা ইতিহাসে সিংহগড়ের যুদ্ধ নামে পরিচিত। মোঘল সৈন্যের নেতৃত্ব দেন ঔরঙ্গজ়েবের বিশ্বস্ত সেনাপতি উদয়ভান রাঠোড়। সিংহগড়ের যুদ্ধ নিয়েই ‘তানাজি’ পরিচালনা করেছেন ওম।

আরও পড়ুন: বিক্রির মুখে মৃণাল সেনের পদ্মপুকুরের ফ্ল্যাট

সম্প্রতি জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির বিধায়ক জিতেন্দ্র আওহাদ অভিযোগ করেন যে ওমের ছবিতে তানাজি সংক্রান্ত ইতিহাস বিকৃত করা হয়েছে। ছবির ট্রেলারে একাধিক পরিবর্তনের দাবী জানান তিনি। এছাড়া ছবিতে তানাজির স্ত্রী সাবিত্রীবাঈ মালাসুরের চরিত্রায়ণও সঠিক হয়নি বলে অভিযোগ করেছে সম্ভাজী ব্রিগেড। প্রেক্ষাগৃহে মুক্তির আগে তাঁদের জন্য ছবিটির বিশেষ প্রদর্শেনরও দাবী জানিয়েছে এই সংগঠন।

“শুধুমাত্র ট্রেলার দেখে একটা ছবি সম্পর্কে ধারণা করা যায় না,” গতকাল শহরে সংবাদমাধ্যমকে বললেন অজয়। “ট্রেলার তৈরী হয় ছবির বিশেষ কিছু দৃশ্য নিয়ে যা দর্শকের মনে আগ্রহ সৃষ্টি করবে। তাই পুরো ছবি না দেখে কোনও বিষয়ে মন্তব্য করা একেবারেই ঠিক নয়।”

আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল

অজয় বলেন, “আসলে তানাজি সম্পর্কে ঐতিহাসিক নথিপত্র প্রায় নেই বললেই চলে। এই মারাঠা বীরের ব্যাপারে কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া তেমন কিছুই জানা যায় না। এই ঘটনাগুলো একটা কাহিনীর আকার দিতে গেলে কল্পনার আশ্রয় নিতেই হয়। যে কোনও ইতিহাসভিত্তিক ছবিতেই এটা হয়ে থাকে।”

‘বাহুবলী’র অনুপ্রেরণায় ‘তানাজি’ তৈরী হয়েছে এমন অভিযোগও উড়িয়ে দেন অজয়। “‘বাহুবলী’ একটি কাল্পনিক কাহিনী আর ‘তানাজি’ সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। দুটো ছবি একেবারেই ভিন্ন। তবে ‘বাহুবলী’ নিঃসন্দেহে ভালো ছবি।”

আরও পড়ুন: কলাভবনে বিকৃত সুরে ‘সেদিন দুজনে’, বিতর্কে বিভক্ত রবীন্দ্র অনুরাগীরা

‘কচ্চে ধাগে’ ও ‘ওমকারা’র পর আবারও এক ফ্রেমে দেখা যাবে সইফ ও অজয়কে। “সইফের সঙ্গে আবার কাজ করতে ১৩ বছর সময় লেগে গেল। একটুও বাড়িয়ে বলছি না, ‘তানাজি’তে দুর্দান্ত অভিনয় করেছে সইফ। উদয়ভানের চরিত্র ওর থেকে ভালো আর কেউ করতে পারত না।”

১০ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘তানাজি’।

ছবি: অর্ক গোস্বামী

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *