সোশ্যাল মিডিয়াতে শুভেচ্ছায় ভাসলেন সৌমিত্র, মিলল চিকিৎসার পরামর্শও

কলকাতা: বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়াতে বয়ে চলেছে শুভেচ্ছার বন্যা। ১৪ আগস্ট শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে দক্ষিণ কলকাতার এক বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয় ৮৪ বছর বয়সী এই অভিনেতাকে। রক্তে সোডিয়াম-পটাশিয়ামের মাত্রার হেরফেরের সঙ্গে নিউমোনিয়াও ছিল তাঁর।

সংবাদমাধ্যমে সৌমিত্রর হাসপাতালে ভর্তি হওয়ার খবর প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়াতে দুঃশ্চিন্তা প্রকাশ করেন তাঁর অগণিত ভক্ত। তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে উদ্বিগ্ন হয়ে ওঠেন সিনেমাপ্রেমী মানুষ।

আরও পড়ুন: প্রজাপতির ডানায় স্বতন্ত্র উড়ান

১৫ আগস্ট সকালে অভিনেতার কন্যা পৌলমী বসু সংবাদমাধ্যমকে জানান যে আগের থেকে ভালো আছেন সৌমিত্র, সকালে প্রাতরাশও করেছেন। তবে ভালো থাকলেও এখনই স্বাভাবিক নিয়মে ফিরতে পারবেন না তিনি। তাঁকে আপাতত কাজ বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। স্বাধীনতা দিবস উপলক্ষে সৌমিত্রর একটি নতুন নাটক মঞ্চস্থ হওয়ার কথা ছিল, সেটিও বাতিল করা হয়।

আরও পড়ুন: তিন নারীর জীবনের রোজনামচার কাহিনী অর্জুনের ‘গুলদস্তা’

অভিনেতার একটু সুস্থ হওয়ার খবরে শুভেচ্ছার বন্যায় ভেসে যায় সোশ্যাল মিডিয়া। বেশিরভাগ মানুষই লেখেন, “তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন সৌমিত্রবাবু” কিংবা “ওনার দ্রুত আরোগ্য কামনা করি।” কেউ কেউ চিকৎসার পরামর্শ দিতেও এগিয়ে এসেছেন। একজন লিখেছেন, “যদি ব্লাড ট্রান্সফিউশন দরকার হয় তবে তা দিতে যেন কোনভাবে কার্পণ্য না করেন।” কোনও কারণে অভিনেতার আরবিসি ভেঙে যাচ্ছে কি না, তাও খতিয়ে দেখার অনুরোধ করেন আর একজন। 

সোশ্যাল মিডিয়াতে

সোশ্যাল মিডিয়াতে

ভারতের বাইরে থাকা অনেকেই বলেছেন সম্ভব হলে সৌমিত্রকে দেখতে তাঁরা দেশে ফিরতেন। সব মিলিয়ে প্রবীণ এই অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে আম জনতা বেশ চিন্তিত। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন সকলেই। 

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *