খ্যাতির আগে ও পরে ৬ জনপ্রিয় টেলিতারকা
৬. ঐন্দ্রিলা সেন
অর্থাৎ ফাগুন বউ ধারাবাহিকের মহুল। ঐন্দ্রিলা বর্তমানে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় নায়িকা। কিছুদিন আগে একটি দামী এসইউভি গাড়ি কেনেন তিনি, যা ছিল তাঁর অনেকদিনের ইচ্ছা। এছাড়া আর খুব একটা বদল আসেনি ঐন্দ্রিলার জীবনে। অনেকে অবশ্য গাড়ি না কিনে ফ্ল্যাট কেনার পরামর্শ দিয়েছিলেন। এখন অবশ্য মাঝেমধ্যে লম্বা ছুটিতে বেড়িয়ে পড়তে পারেন ঐন্দ্রিলা। বন্ধুবান্ধবদের সাথে কোনও দামী রেস্তঁরায় খেতে গেলেও দ্বিতীয়বার ভাবতে হয় না তাঁকে।