খ্যাতির আগে ও পরে ৬ জনপ্রিয় টেলিতারকা
২. ঊষসী রায়
অর্থাৎ বকুল কথা ধারাবাহিকের বকুল। সাধারণ মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছেন ঊষসী। বাবা চাকুরিজীবী, মা স্কুলশিক্ষিকা। মিলন তিথি ধারাবাহিকে অভিনয় করার সময়ও অটোতে যাতায়াত করতেন, পরের দিকে এসি ট্যাক্সিতে। রোজগার বাড়ার পর একটি সেডান গাড়ি কেনেন। একসময় দক্ষিণাপনের সিঁড়িতে বসে ঝালমুড়ি আর লেবু চা সহযোগে বন্ধুদের সাথে আড্ডা দিয়েছেন। এখন পাঁচতারা হোটেলে খেতে গেলে দুবার ভাবতে হয় না। কিছুদিন আগে প্রথম বিদেশ ভ্রমণে যান পরিবারের সাথে থাইল্যান্ডে, যা কয়েক বছর আগে কল্পনাও করতে পারেননি। বাবা-মা কোনওদিনই বিদেশে ঘুরতে যাওয়ার ব্যপারে তাঁকে কিছু বলেননি। এখনও একটি ছোট ফ্ল্যাটেই থাকেন ঊষসী। তবে ভবিষ্যতে মোটামুটি বড় একটি ফ্ল্যাট কেনার ইচ্ছে আছে তাঁর।